আজ প্রপোজ ডে. বিশেষ এই দিনটিতে জোজো ফ্যামিলি এর সকল সদস্য ও সদস্যা দের সঙ্গে চিরবন্ধুত্ব থাক এই প্রপোজ করছি l আমি মনে করিনা আমার বন্ধুরা বিশেষ এই দিনটির জন্য অপেক্ষা করে আছে l তবুও এই বিশেষ দিনটি একটি অন্য মাত্রা আনে l শীতের আমেজ মাখা কুয়াশা ঘন এই প্রাতে আপন প্রিয়া কে রক্তিম গোলাপে নিজের গহীন কুঠিরে জমিয়ে রাখা অব্যক্ত কথাগুলো ভাষা খুঁজে পাক l প্রেম, প্রেম আর প্রেমগুলো অমর গাঁথা হয়ে থাকুক স্মৃতিসুধায় l