Aranyaak
Wellknown Ace
এক্কেবারে অপরিচিত এই চ্যাট সাইটে প্রথমবার এসেছিলাম, সব চেয়ে বেশি খুশি হয়েছিলাম বাঙালীদের দেখে, অন্তত মন খুলে দুটো কথা তো বলা যাবে।
আগে রুমে আমি যা যত বালছাল লিখে পোস্ট করতাম, সাথে সাথে তার পালটা জবাব চলে আসতো, কখনো ইয়ার্কি, কখনো সিরিয়াস আমরা।
ইদানীং এখানে আসলে আমার মনে হয় কাউকে চিনিনা, কিছু জিজ্ঞেস করলেও উত্তর পাওয়া যায় না। অদ্ভুত কেমন খাপছাড়া গোছের হয়ে গেল রুমটা।
এছাড়া আগেকার কেউ ই আসেনা, এলেও তেমন নয়!
তাই ভাবলাম ছেড়েই দেই, হয়তো আসতে ও পারি। যেভাবে আসা যায়! হাহা।
থ্যাংকইউ জিরো দা, এই সাইটে প্রথমের দিকে আমাকে হেল্প করেছিলে, থ্যাংক ইউ বাবাই দা, আমার প্রেসিডেন্ট। থ্যাংক ইউ ফাজ, ইউ নো আই লাভ ইউ মোর দ্যান ইলিশ মাছ। থ্যাংক ইউ ল্যাভেন্ডার, উইশ ইউ ওয়্যার হিয়ার। থ্যাংক ইউ তাপস পাল, সৌম্য, ল্যেডি উইথ দ্যা ল্যাম্প, থ্যাংক ইউ ইন্ট্রিদা, মেঘনাদ, মূখার্জী।
আবার দেখা হবে হয়তো, কখনো ইন্ডিয়া গেলে আগে এই গ্রুপে এসে একবার টোকা মেরে যাব কেউ চা খাবে কিনা সাথে এই বলে! ততদিন পর্যন্ত...
ফিরিবার পথ নাহি; দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু বিদায়।
- আরণ্যক।
আগে রুমে আমি যা যত বালছাল লিখে পোস্ট করতাম, সাথে সাথে তার পালটা জবাব চলে আসতো, কখনো ইয়ার্কি, কখনো সিরিয়াস আমরা।
ইদানীং এখানে আসলে আমার মনে হয় কাউকে চিনিনা, কিছু জিজ্ঞেস করলেও উত্তর পাওয়া যায় না। অদ্ভুত কেমন খাপছাড়া গোছের হয়ে গেল রুমটা।
এছাড়া আগেকার কেউ ই আসেনা, এলেও তেমন নয়!
তাই ভাবলাম ছেড়েই দেই, হয়তো আসতে ও পারি। যেভাবে আসা যায়! হাহা।
থ্যাংকইউ জিরো দা, এই সাইটে প্রথমের দিকে আমাকে হেল্প করেছিলে, থ্যাংক ইউ বাবাই দা, আমার প্রেসিডেন্ট। থ্যাংক ইউ ফাজ, ইউ নো আই লাভ ইউ মোর দ্যান ইলিশ মাছ। থ্যাংক ইউ ল্যাভেন্ডার, উইশ ইউ ওয়্যার হিয়ার। থ্যাংক ইউ তাপস পাল, সৌম্য, ল্যেডি উইথ দ্যা ল্যাম্প, থ্যাংক ইউ ইন্ট্রিদা, মেঘনাদ, মূখার্জী।
আবার দেখা হবে হয়তো, কখনো ইন্ডিয়া গেলে আগে এই গ্রুপে এসে একবার টোকা মেরে যাব কেউ চা খাবে কিনা সাথে এই বলে! ততদিন পর্যন্ত...
ফিরিবার পথ নাহি; দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু বিদায়।
- আরণ্যক।