Bose Arun
Favoured Frenzy
হৃদয় বার্তা।
$$$$$$$$$$$$
ভুলে যদি যাও ওগো মোরে
জানাবোনা কোন অভিমান।
সেই গান আর সেই সুরে
জীবন হবে প্রবাহমান।।
চলিবার পথে ফিরে ফিরে
তব না বলা ইঙ্গিত খানি,
সমীরণ ফ্যালে বুঝি ঘিরে
চির শাশ্বত সেই সে বাণী।।
রহি যদি বহু দূর দেশ
তবু জেনো তুমি তো আমারি।
হৃদি মাঝে রেখো সেই রেশ
ওগো বঁধূ আমি যে তোমারি।।
$$$$$$$$$$$$
ভুলে যদি যাও ওগো মোরে
জানাবোনা কোন অভিমান।
সেই গান আর সেই সুরে
জীবন হবে প্রবাহমান।।
চলিবার পথে ফিরে ফিরে
তব না বলা ইঙ্গিত খানি,
সমীরণ ফ্যালে বুঝি ঘিরে
চির শাশ্বত সেই সে বাণী।।
রহি যদি বহু দূর দেশ
তবু জেনো তুমি তো আমারি।
হৃদি মাঝে রেখো সেই রেশ
ওগো বঁধূ আমি যে তোমারি।।