Tanvir
Favoured Frenzy
হৃদয় গহিণে রংতুলিতে
আঁকি তোমার ছবি,,
তুমি আমার প্রভাত বেলার
গর্জে ওঠা রবি।।
যতই আসুক না কেন
মনের মাঝে ঝড়,,
তোমায় নিয়ে বাঁধবো আমি
ভালো বাসার ঘর।।
মনের এই হিংহাসনে
আছো মিশে তুমি,,
তুমি ছাড়া ব্যার্থ জীবন
সব শূন্য মরুভূমি।।
তুমি না এলে বুকের মাঝে
মেঘের ভেলা ভাসে,,
অঝর ধারায় বৃষ্টি ঝরে
এই মনের আকাশে।।
আঁকি তোমার ছবি,,
তুমি আমার প্রভাত বেলার
গর্জে ওঠা রবি।।
যতই আসুক না কেন
মনের মাঝে ঝড়,,
তোমায় নিয়ে বাঁধবো আমি
ভালো বাসার ঘর।।
মনের এই হিংহাসনে
আছো মিশে তুমি,,
তুমি ছাড়া ব্যার্থ জীবন
সব শূন্য মরুভূমি।।
তুমি না এলে বুকের মাঝে
মেঘের ভেলা ভাসে,,
অঝর ধারায় বৃষ্টি ঝরে
এই মনের আকাশে।।