* হারিয়ে যাওয়া বসন্ত *
কোথায় তুই খুঁজে না পাই
আজ যে সেই বাসন্তী দিন,
হারিয়ে গেছিস কালের স্রোতে
জীবন আমার তাই বর্ণহীন।
মনে পরে এইতো সেদিন তুই
দিয়েছিলি একটি জুঁইয়ের হার,
অনেক ভালোবাসা, অনেক আদর
আর বাসন্তী প্রেমের বাহার।
আজ যে আবার সেই দিন,
এসেছে ফাগুন সবুজ রঙিন,
শুধু তুই নেই আমার কাছে
একা বসে ভাবি হারানো সেদিন।
গাছে গাছে আজ আমের মঞ্জরী
দখিনা বাতাসে ফুলের পরাগ,
এসেছে বসন্ত নেই শুধু তুই
হারিয়ে গেছে বাসন্তী সোহাগ।
কোথায় তুই খুঁজে না পাই
আজ যে সেই বাসন্তী দিন,
হারিয়ে গেছিস কালের স্রোতে
জীবন আমার তাই বর্ণহীন।
মনে পরে এইতো সেদিন তুই
দিয়েছিলি একটি জুঁইয়ের হার,
অনেক ভালোবাসা, অনেক আদর
আর বাসন্তী প্রেমের বাহার।
আজ যে আবার সেই দিন,
এসেছে ফাগুন সবুজ রঙিন,
শুধু তুই নেই আমার কাছে
একা বসে ভাবি হারানো সেদিন।
গাছে গাছে আজ আমের মঞ্জরী
দখিনা বাতাসে ফুলের পরাগ,
এসেছে বসন্ত নেই শুধু তুই
হারিয়ে গেছে বাসন্তী সোহাগ।