কবিতাটি আমার এবং তন্ময়ীর যৌথ
লিখন। এফ বি তে ওর একটা শাড়ি পরা ছবির কমেন্ট ,
পাল্টা কমেন্টে লেখা। সেটা আমি কম্পাইল করেছিলাম।
*** হলুদ শাড়ি***
হলুদ শাড়ি কালো ব্লাউজ,
কানে ঝোলা দূল,
কি নাম তোমার?
শিউলি না বকুল? (অরুন )
শিউলি বা বকুল নই
নই টগর, চম্পা,জুঁই,
হতে চাই তোমার সই
তোমার মনেই রই। ( তনু )
মুগ্ধ হলাম তোমায় দেখে,
চোখের তারায় নিলাম এঁকে,
কাজল কালো মেঘের মত
তোমার এলো চুল। ( অরুন )
এলো মেলো এমন আমি,
ভুলো নাকো আমায় তুমি,
তোমার চোখে হারিয়ে গিয়ে
করিনি কোনো ভুল। ( তনু )
চলো তবে তুমি আমি
হারিয়ে যাই ফুলের বনে,
রাখবো তোমায় সযতনে
আমার এই সবুজ মনে। ( অরুন)
বেশ তো রেখো আমায়
তোমার মনে,
তোমার প্রেমের সবুজ বনে,
ভালোবাসার গান শোনাবো
তোমার কানে কানে। ( তনু )
**************
লিখন। এফ বি তে ওর একটা শাড়ি পরা ছবির কমেন্ট ,
পাল্টা কমেন্টে লেখা। সেটা আমি কম্পাইল করেছিলাম।
*** হলুদ শাড়ি***
হলুদ শাড়ি কালো ব্লাউজ,
কানে ঝোলা দূল,
কি নাম তোমার?
শিউলি না বকুল? (অরুন )
শিউলি বা বকুল নই
নই টগর, চম্পা,জুঁই,
হতে চাই তোমার সই
তোমার মনেই রই। ( তনু )
মুগ্ধ হলাম তোমায় দেখে,
চোখের তারায় নিলাম এঁকে,
কাজল কালো মেঘের মত
তোমার এলো চুল। ( অরুন )
এলো মেলো এমন আমি,
ভুলো নাকো আমায় তুমি,
তোমার চোখে হারিয়ে গিয়ে
করিনি কোনো ভুল। ( তনু )
চলো তবে তুমি আমি
হারিয়ে যাই ফুলের বনে,
রাখবো তোমায় সযতনে
আমার এই সবুজ মনে। ( অরুন)
বেশ তো রেখো আমায়
তোমার মনে,
তোমার প্রেমের সবুজ বনে,
ভালোবাসার গান শোনাবো
তোমার কানে কানে। ( তনু )
**************
Last edited: