স্মৃতির কুয়াশা।
*******************
ভুলে গেছি কবে কোন মধুরাতে
তুমি ছিলে বাঁধা মোর বাহুডোরে,
নিদ্ নাহি ছিল মোর আঁখি পাতে
কোন সে স্বপ্নে নয়ন ছিল ভরে।।
বিস্মৃত হয়েছি সেই মধুযাম
যে নিশীথে তুমি জড়ালে মালায়,
আঁকিয়া হৃদয়ে বুঝি মোর নাম
বেঁধেছিলে মোরে কোন সে মায়ায়।।
মনে হয় যেন বিস্মৃতি সে নয়
নিদ্রা মাঝে সে এক মধুর স্বপ্ন,
অনুভবি যবে শিহরণ হয়
ভাবনার মাঝে হই যে গো মগ্ন।।
চন্দ্রমা যে হাসিয়া কহিলো মোরে
কোন্ ভাবনায় তুমি যে বিভোর!
বুঝিয়াছি আমি দেখিয়া তোমারে
প্রেমেরে ভুলিবে?সে যে গো অমর।।
তাহার হাসিটি অতি সুমধুর
ফুটিয়া রয়েছে সকল সুষমা,
নীলাম্বর যেন আবেশ-বিধুর
অনুভবি সে যে অম্বর-পরমা।।
হাসিয়া কহি তারে--ওগো চন্দ্রমা
কেমনে বুঝিবে তুমি সে বেদনা,
আকাশ বক্ষে তুমি যে অনুপমা,
বুঝিতে পারিবে না মোর যাতনা।।
ভুলিতে চাহি ভুলিতে নাহি পারি,
আমার এ গোপন ব্যথা।
বিস্মরনের খেয়ায় দিনু পাড়ি,
ভুলিবো এবার অতীতের কথা।।
,
*******************
ভুলে গেছি কবে কোন মধুরাতে
তুমি ছিলে বাঁধা মোর বাহুডোরে,
নিদ্ নাহি ছিল মোর আঁখি পাতে
কোন সে স্বপ্নে নয়ন ছিল ভরে।।
বিস্মৃত হয়েছি সেই মধুযাম
যে নিশীথে তুমি জড়ালে মালায়,
আঁকিয়া হৃদয়ে বুঝি মোর নাম
বেঁধেছিলে মোরে কোন সে মায়ায়।।
মনে হয় যেন বিস্মৃতি সে নয়
নিদ্রা মাঝে সে এক মধুর স্বপ্ন,
অনুভবি যবে শিহরণ হয়
ভাবনার মাঝে হই যে গো মগ্ন।।
চন্দ্রমা যে হাসিয়া কহিলো মোরে
কোন্ ভাবনায় তুমি যে বিভোর!
বুঝিয়াছি আমি দেখিয়া তোমারে
প্রেমেরে ভুলিবে?সে যে গো অমর।।
তাহার হাসিটি অতি সুমধুর
ফুটিয়া রয়েছে সকল সুষমা,
নীলাম্বর যেন আবেশ-বিধুর
অনুভবি সে যে অম্বর-পরমা।।
হাসিয়া কহি তারে--ওগো চন্দ্রমা
কেমনে বুঝিবে তুমি সে বেদনা,
আকাশ বক্ষে তুমি যে অনুপমা,
বুঝিতে পারিবে না মোর যাতনা।।
ভুলিতে চাহি ভুলিতে নাহি পারি,
আমার এ গোপন ব্যথা।
বিস্মরনের খেয়ায় দিনু পাড়ি,
ভুলিবো এবার অতীতের কথা।।
,