• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

স্মৃতিটুকু থাক

Boy Friend

Epic Legend
Chat Pro User
****** স্মৃতিটুকু থাক *******
@@@ @@@
অনেক দিন বাদে হটাৎ তোমাকে আমার ফেস বুকের পাতায় দেখতে পেয়ে কেমন যেন হয়ে গেলাম ..শরীরের সমস্ত রক্ত আমার অতীত স্মৃতিকে রাঙিয়ে দিয়ে আমাকে নিয়ে গেল সেই ফেলে আসা দিন গুলোতে , যা হয়তো তোমারও আজ মনে নেই i আমরা দুজনেই পড়তাম কোএড কলেজে একই সেকশনে i মনে আছে কত দিন তুমি আমি ক্লাসে না গিয়ে গঙ্গার ধারে চুপ
করে বসে থাকতাম i আঙ্গুলে আঙ্গুলে একটু ছোঁয়া ছুঁয়ি, শরীরে কাঁটা দিয়ে উঠতো i এক দিন আর না পেরে তোমার হাতটা
চেপে ধরেছিলাম , লজ্জায় রাঙ্গা হয়ে তুমি আমাকে বলেছিলে ..এই কি হচ্ছে, সবাই দেখে ফেলবে যে ...অনেক সাহস সঞ্চয় করে তোমাকে বলেছিলাম ..চলো না নৌকো চড়ি ..তুমি লজ্জায় লাল হয়ে বলেছিলে ধ্যত .তোমাকে বিশ্বাস নেই , কিন্তু
তোমার লজ্জা অবনত চোখের দৃষ্টিতে আমি দেখেছিলাম আমন্ত্রণ i মাঝ গঙ্গায় মাঝি নৌকো বেধে দিল একটা বয়ায় ,
ওরা যথেষ্ট বুদ্ধিমান বোঝে কখন কি করতে হয় i তুমি আমার বুকে মুখ গুঁজে দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ছিলে ,
কোনো কথা ছিল না তোমার আমার মুখে , অব্যক্ত মনের ভালবাসার কথা গুলো যেন মুর্ছনায় এক রাশ শিউলি ফুলের
মত সুগন্ধে ভরিয়ে দিচ্ছিল আমাদের দুজনের মন,যেন কত কথা বলে ফেলেছি আমরা , দুজনের স্পর্শে দুজনে অনুভব করেছিলাম আমাদের ভালবাসা ...হটাৎ তুমি বলে উঠলে এই আমি তোমার বুকে কি শুনতে পাচ্ছি বলতো ? পারলে নাতো বলতে ? তোমার হৃদয় খালি বলে চলেছে আমার নাম ,
তারপর দুষ্টুমি ভরা মুখ তুলে ফিক করে হেসে আমার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বলেছিলে ..চলো এবার বাড়ি যাই ..... তার পর কত দুপুর কেটেছে সিনেমা হলে , কত
সন্ধ্যা কেটেছে নৌকোর বুকে , কতো অঙ্গীকার কত চাওয়া পাওয়ার কথা , দুজনে ঘুরে বেড়িয়েছি নিউমার্কেটের ভিড়ের মাঝে একলা হওয়ার জন্য , বোধ হয় তোমার কিছুই আর
মনে নেই ... এক দিন সত্যি তুমি হারিয়ে গেলে আমার কাছ থেকে .... কোনো এক স্বর্ণালী সন্ধ্যায় নববধূর সাজে আর এক জন মানুষের হাত ধরে চলে গিয়েছিলে আমাকে পেছনে ফেলে.... তার পর কেটে গেছে অনেক দিন অনেক বছর , কেমন আছ জানি না , জানতেও চাই না .... স্মৃতির আয়নায় এখনো মাঝে মাঝে উকি মারে তোমার মিষ্টি মুখটা ....
তাই আজ হটাৎ ফেস বুকে তোমাকে দেখে কেমন যেন স্মৃতির গঙ্গায় তলিয়ে গিয়েছিলাম ...সেই সুরটা কেটে গেলো আমার
বর্তমানের কথায়...আজ কি বাজার যাবে না ?
রান্না বান্না হবে না নাকি? .............
 
****** স্মৃতিটুকু থাক *******
@@@ @@@
অনেক দিন বাদে হটাৎ তোমাকে আমার ফেস বুকের পাতায় দেখতে পেয়ে কেমন যেন হয়ে গেলাম ..শরীরের সমস্ত রক্ত আমার অতীত স্মৃতিকে রাঙিয়ে দিয়ে আমাকে নিয়ে গেল সেই ফেলে আসা দিন গুলোতে , যা হয়তো তোমারও আজ মনে নেই i আমরা দুজনেই পড়তাম কোএড কলেজে একই সেকশনে i মনে আছে কত দিন তুমি আমি ক্লাসে না গিয়ে গঙ্গার ধারে চুপ
করে বসে থাকতাম i আঙ্গুলে আঙ্গুলে একটু ছোঁয়া ছুঁয়ি, শরীরে কাঁটা দিয়ে উঠতো i এক দিন আর না পেরে তোমার হাতটা
চেপে ধরেছিলাম , লজ্জায় রাঙ্গা হয়ে তুমি আমাকে বলেছিলে ..এই কি হচ্ছে, সবাই দেখে ফেলবে যে ...অনেক সাহস সঞ্চয় করে তোমাকে বলেছিলাম ..চলো না নৌকো চড়ি ..তুমি লজ্জায় লাল হয়ে বলেছিলে ধ্যত .তোমাকে বিশ্বাস নেই , কিন্তু
তোমার লজ্জা অবনত চোখের দৃষ্টিতে আমি দেখেছিলাম আমন্ত্রণ i মাঝ গঙ্গায় মাঝি নৌকো বেধে দিল একটা বয়ায় ,
ওরা যথেষ্ট বুদ্ধিমান বোঝে কখন কি করতে হয় i তুমি আমার বুকে মুখ গুঁজে দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ছিলে ,
কোনো কথা ছিল না তোমার আমার মুখে , অব্যক্ত মনের ভালবাসার কথা গুলো যেন মুর্ছনায় এক রাশ শিউলি ফুলের
মত সুগন্ধে ভরিয়ে দিচ্ছিল আমাদের দুজনের মন,যেন কত কথা বলে ফেলেছি আমরা , দুজনের স্পর্শে দুজনে অনুভব করেছিলাম আমাদের ভালবাসা ...হটাৎ তুমি বলে উঠলে এই আমি তোমার বুকে কি শুনতে পাচ্ছি বলতো ? পারলে নাতো বলতে ? তোমার হৃদয় খালি বলে চলেছে আমার নাম ,
তারপর দুষ্টুমি ভরা মুখ তুলে ফিক করে হেসে আমার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে বলেছিলে ..চলো এবার বাড়ি যাই ..... তার পর কত দুপুর কেটেছে সিনেমা হলে , কত
সন্ধ্যা কেটেছে নৌকোর বুকে , কতো অঙ্গীকার কত চাওয়া পাওয়ার কথা , দুজনে ঘুরে বেড়িয়েছি নিউমার্কেটের ভিড়ের মাঝে একলা হওয়ার জন্য , বোধ হয় তোমার কিছুই আর
মনে নেই ... এক দিন সত্যি তুমি হারিয়ে গেলে আমার কাছ থেকে .... কোনো এক স্বর্ণালী সন্ধ্যায় নববধূর সাজে আর এক জন মানুষের হাত ধরে চলে গিয়েছিলে আমাকে পেছনে ফেলে.... তার পর কেটে গেছে অনেক দিন অনেক বছর , কেমন আছ জানি না , জানতেও চাই না .... স্মৃতির আয়নায় এখনো মাঝে মাঝে উকি মারে তোমার মিষ্টি মুখটা ....
তাই আজ হটাৎ ফেস বুকে তোমাকে দেখে কেমন যেন স্মৃতির গঙ্গায় তলিয়ে গিয়েছিলাম ...সেই সুরটা কেটে গেলো আমার
বর্তমানের কথায়...আজ কি বাজার যাবে না ?
রান্না বান্না হবে না নাকি? .............
Khub sundar.....tomar lekhar fan ami...ki r bolbo... :clapping:
 
Top