*** স্বাধীনতা দিবস **
&& &&
স্বাধীন ভারত আজ
ঘুচে গেছে একশো বছরের
পরাধীনতার লাজ।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানির যাতা কলে
পিষ্ট গরীব গুর্ব ভারতবাসী,
তাদের জন্য আকাশে দুহাত তুলে
কিশোর ক্ষুদিরাম বলেছিলো,
একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি মুখে গেলো ফাঁসি।
ভারতের বুকে নীল করের বোঝা
নীল চাষিরদের ওপর অত্যাচার,
সাগর পারের ইংরেজ রাজের
বাগান হয়েছিলো বাহার।
অনাহার ক্লিষ্ট ভারতবাসী হটাৎ
শুনেছিলো এক উদাত্ত বাণী,
বাংলার নেতাজী সুভাসের কণ্ঠে,
তোমরা আমাকে রক্ত দাও আমি
স্বাধীনতা ফিরিয়ে আনি।
মহাত্মা গান্ধীর লবন আন্দোলন
বিদেশী বস্ত্র পোড়াও,
দিকে দিকে শুরু হয়ে গেলো
বিদেশী সম্পদ জ্বালাও।
বিনয় বাদল দিনেশ কে আজ
মুছে যেতে দিও না কেউ,
এদের সাথেই শুরু হয়েছিলো
ভারতের, স্বাধীনতা আন্দোলনের ঢেউ।
অবশেষে ১৫ ই অগাস্ট ভারত হলো
স্বাধীন, ইংরেজ গেলো ফিরে,
অসংখ্য মানুষ হয়েছিল শহিদ
দিয়েছিল রক্ত বুক চিরে।
আজকে এই স্বাধীনতা দিবসের
পুণ্য তিথীতে ত্রিরঙ্গা পতাকা উত্তলোন,
ভুলোনা কেউ সেই শহীদেরা দিছিলো
বলিদান, তাদের জীবন যৌবন।
এসো এই স্বাধীনতা দিবসের পূণ্য
সকালে সূর্যকে করি প্রণাম, আর বলি....
হে সূর্য আলো দাও
আকাশটা ভড়ে তোলো রঙিন উষায়,
পৃথিবীর হাত ধরে, আঁধারের বুক চিরে
নিয়ে চলো আলোর দিশায়।......
&& &&
স্বাধীন ভারত আজ
ঘুচে গেছে একশো বছরের
পরাধীনতার লাজ।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানির যাতা কলে
পিষ্ট গরীব গুর্ব ভারতবাসী,
তাদের জন্য আকাশে দুহাত তুলে
কিশোর ক্ষুদিরাম বলেছিলো,
একবার বিদায় দে মা ঘুরে আসি।
হাসি মুখে গেলো ফাঁসি।
ভারতের বুকে নীল করের বোঝা
নীল চাষিরদের ওপর অত্যাচার,
সাগর পারের ইংরেজ রাজের
বাগান হয়েছিলো বাহার।
অনাহার ক্লিষ্ট ভারতবাসী হটাৎ
শুনেছিলো এক উদাত্ত বাণী,
বাংলার নেতাজী সুভাসের কণ্ঠে,
তোমরা আমাকে রক্ত দাও আমি
স্বাধীনতা ফিরিয়ে আনি।
মহাত্মা গান্ধীর লবন আন্দোলন
বিদেশী বস্ত্র পোড়াও,
দিকে দিকে শুরু হয়ে গেলো
বিদেশী সম্পদ জ্বালাও।
বিনয় বাদল দিনেশ কে আজ
মুছে যেতে দিও না কেউ,
এদের সাথেই শুরু হয়েছিলো
ভারতের, স্বাধীনতা আন্দোলনের ঢেউ।
অবশেষে ১৫ ই অগাস্ট ভারত হলো
স্বাধীন, ইংরেজ গেলো ফিরে,
অসংখ্য মানুষ হয়েছিল শহিদ
দিয়েছিল রক্ত বুক চিরে।
আজকে এই স্বাধীনতা দিবসের
পুণ্য তিথীতে ত্রিরঙ্গা পতাকা উত্তলোন,
ভুলোনা কেউ সেই শহীদেরা দিছিলো
বলিদান, তাদের জীবন যৌবন।
এসো এই স্বাধীনতা দিবসের পূণ্য
সকালে সূর্যকে করি প্রণাম, আর বলি....
হে সূর্য আলো দাও
আকাশটা ভড়ে তোলো রঙিন উষায়,
পৃথিবীর হাত ধরে, আঁধারের বুক চিরে
নিয়ে চলো আলোর দিশায়।......