*** স্বপ্ন ***
বসন্তের এই সাঁঝ বেলাতে
দাঁড়িয়ে আছো ফুলের বনে,
খোলা চুলে দখিণা বাতাস
মেতে ওঠে গানে গানে।
কৃষ্ণচূড়ার রঙে রঙিন তুমি
অধরে গোলাপি আমন্ত্রণ,
চোখ দুটি কাজল টানা
প্রেমরসে রঞ্জিত মন।
তোমায় দেখে উথাল পাথাল
আমার মন সায়রের জল,
ভালোবাসায় নেশায় মাতাল
তুমি মহুল বনের মহুল ফল।
তোমায় ছুঁয়ে দখিন বাতাস
গোলাপ বনে ঢেউ তোলে,
তোমায় ভেবে আকাশ ওড়া
বকের পাখা পথ ভোলে।
দু চোখ ভরা স্বপ্ন নিয়ে
তাকাই আমি তোমার পানে,
কবে তুমি আসবে কাছে
সে তো তোমার মন জানে।
বসন্তের এই সাঁঝ বেলাতে
দাঁড়িয়ে আছো ফুলের বনে,
খোলা চুলে দখিণা বাতাস
মেতে ওঠে গানে গানে।
কৃষ্ণচূড়ার রঙে রঙিন তুমি
অধরে গোলাপি আমন্ত্রণ,
চোখ দুটি কাজল টানা
প্রেমরসে রঞ্জিত মন।
তোমায় দেখে উথাল পাথাল
আমার মন সায়রের জল,
ভালোবাসায় নেশায় মাতাল
তুমি মহুল বনের মহুল ফল।
তোমায় ছুঁয়ে দখিন বাতাস
গোলাপ বনে ঢেউ তোলে,
তোমায় ভেবে আকাশ ওড়া
বকের পাখা পথ ভোলে।
দু চোখ ভরা স্বপ্ন নিয়ে
তাকাই আমি তোমার পানে,
কবে তুমি আসবে কাছে
সে তো তোমার মন জানে।