Bose Arun
Favoured Frenzy
***আজলা ভরা স্বপ্ন*******
এক আজলা স্বপ্ন তুমি চেয়েছিলে আমার কাছে,
দিতে পারিনি, আমার স্বপ্ন গুলো সব আঁকা
হয়ে রয়েছে প্রজাপতীর রঙ্গীন ডানায় ।
দিতে চেয়েছি আমার মনের এক আকাশ
ভালবাসা তোমার বুকে ।তুমি ভুল বুঝলে
আমায়, ভাবলে আমি আমার স্বপ্ন বিলিয়ে
দিয়েছি আকাশ ভরা তারাদের মাঝে ।
তুমি রাগ করলে আমার ওপর বললে,
যাও তুমি তারাদের ভালবাস, আমাকে
ভালবাসতে হবে না, কথা বলবো না তোমার
সাথে ।আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো,
তোমার কান্না ভেজা চোখ দুটো দেখে
আমার মনের সূর্য্য নিভে গেলো, এক রাশ
অন্ধকারে আমি যেনো ডুবে যাচ্ছি । খুজতে
বেরোলাম সেই প্রজাপতীকে যার ডানায়
রয়েছে আমার সব স্বপ্ন আঁকা ।যেয়ে দেখি
ফুলের বনে অজস্র ফুলের মাঝে উড়ে
বেরাচ্ছে হাজার হাজার প্রজাপতী, রং বে
রঙ্গের ফুলের মাঝে প্রজাপতীরা ফুলের
বনটাকে আরো রঙ্গীন করে তুলেছে ।
আমি মুগ্ধ হয়ে দেখছি আর দেখছি,
ভুলে গেছি অন্তরের দুঃক্ষ ভুলে গেছি
চোখের জল, প্রকৃতির অকৃপন সৌন্দর্ষ্য
আমার মনটাকে রঙ্কীন আনন্দে ভরিয়ে
দিচ্ছে । হটাৎ একটি বর্নহীন প্রজাপতী
আমার কাধে এসে বসেছে, যার ডানায়
নেই কোনো রঙ্গের ছিটে, কানে কানে বললো
যাও আমি তোমার সব স্বপ্ন যা আমার কাছে
ছিলো দিয়ে এসেছি তোমার ভালবাসার
মানুষটিকে ।সম্বিত ফিরে পেয়ে ছুটে চলে
গেলাম তোমার কাছে, দেখলাম তুমি আমার
স্বপ্ন গুলোকে অলন্কার করে পরে সেই
ফুলের বনের মতো রঙ্গীন হয়ে খুশীতে
ঝল মল করছো ।.........
এক আজলা স্বপ্ন তুমি চেয়েছিলে আমার কাছে,
দিতে পারিনি, আমার স্বপ্ন গুলো সব আঁকা
হয়ে রয়েছে প্রজাপতীর রঙ্গীন ডানায় ।
দিতে চেয়েছি আমার মনের এক আকাশ
ভালবাসা তোমার বুকে ।তুমি ভুল বুঝলে
আমায়, ভাবলে আমি আমার স্বপ্ন বিলিয়ে
দিয়েছি আকাশ ভরা তারাদের মাঝে ।
তুমি রাগ করলে আমার ওপর বললে,
যাও তুমি তারাদের ভালবাস, আমাকে
ভালবাসতে হবে না, কথা বলবো না তোমার
সাথে ।আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো,
তোমার কান্না ভেজা চোখ দুটো দেখে
আমার মনের সূর্য্য নিভে গেলো, এক রাশ
অন্ধকারে আমি যেনো ডুবে যাচ্ছি । খুজতে
বেরোলাম সেই প্রজাপতীকে যার ডানায়
রয়েছে আমার সব স্বপ্ন আঁকা ।যেয়ে দেখি
ফুলের বনে অজস্র ফুলের মাঝে উড়ে
বেরাচ্ছে হাজার হাজার প্রজাপতী, রং বে
রঙ্গের ফুলের মাঝে প্রজাপতীরা ফুলের
বনটাকে আরো রঙ্গীন করে তুলেছে ।
আমি মুগ্ধ হয়ে দেখছি আর দেখছি,
ভুলে গেছি অন্তরের দুঃক্ষ ভুলে গেছি
চোখের জল, প্রকৃতির অকৃপন সৌন্দর্ষ্য
আমার মনটাকে রঙ্কীন আনন্দে ভরিয়ে
দিচ্ছে । হটাৎ একটি বর্নহীন প্রজাপতী
আমার কাধে এসে বসেছে, যার ডানায়
নেই কোনো রঙ্গের ছিটে, কানে কানে বললো
যাও আমি তোমার সব স্বপ্ন যা আমার কাছে
ছিলো দিয়ে এসেছি তোমার ভালবাসার
মানুষটিকে ।সম্বিত ফিরে পেয়ে ছুটে চলে
গেলাম তোমার কাছে, দেখলাম তুমি আমার
স্বপ্ন গুলোকে অলন্কার করে পরে সেই
ফুলের বনের মতো রঙ্গীন হয়ে খুশীতে
ঝল মল করছো ।.........