আমার এই পোস্টা পড়ে আমার নিজের লেখা একটা কবিতা সব্জির ওপর মনে পরে গেলো । এখানে দিলাম ।
Darunআমার এই পোস্টা পড়ে আমার নিজের লেখা একটা কবিতা সব্জির ওপর মনে পরে গেলো । এখানে দিলাম ।
** সব্জি বাগান****
তোমার বাড়ির সব্জি বাগান
যেন জাদু মাখা,
আমার মনের স্বপ্ন গুলো
বেগুন পাতায় আঁকা ।
ওল কপিদের গুমোর ভারি
মাটীর নিচে থাকে,
গাছে গাছে লাল টমাটো
ঝুলছে ঝাকে ঝাকে ।
ঢ্যাড়স গাছের ঢ্যাড়স ফুলে
মৌমাছিদের ভীর,
প্রজাপতী খুজে বেড়ায়
রাত কাটাবার নির ।
বাধা কপি বাধন হারা
নিচ্ছে সবার খবর,
সবুজ সবুজ উচ্ছে গুলো
ঝুলচ্ছে মাচার ওপর ।....
আমার লেখা ফুরোলো
নটে গাছটি মুরোলো ।
Onek dhnyobad ......Darun
Joi sob sobjir joi hahahaha