**** সকাল ******
পূব আকাশে রঙ্গীন হাসি
আলোর সুরে বাজাও বাঁশি,
গগন পথে যাত্রা তোমার শুরু,
ডাকুক পাখি ফুটুক ফুল
আঁধার রাতের বুকটা দুরু দুরু i
তুমি হলে জীয়ন কাঠি
এই পৃথিবীর মনের মাটি ,
বেঁচে থাকে তোমার আলোর ছোঁয়ায়,
দূর হয়ে যায় অন্ধকার
দূর হয়ে যায় জ্বরা ব্যাধি .
সৃষ্টি বাঁচে তোমার স্নিগ্ধ মায়ায় i
তাইতো মোরা হাতটি জুড়ে
একই সাথে বলি একই সুরে....
সূর্য তুমি দাও গো আলো
রক্ষা করো সৃষ্টিকে,
সব আঁধার ঘুচিয়ে দিয়ে
সচ্ছ্য করো দৃষ্টিকে ।
*******
পূব আকাশে রঙ্গীন হাসি
আলোর সুরে বাজাও বাঁশি,
গগন পথে যাত্রা তোমার শুরু,
ডাকুক পাখি ফুটুক ফুল
আঁধার রাতের বুকটা দুরু দুরু i
তুমি হলে জীয়ন কাঠি
এই পৃথিবীর মনের মাটি ,
বেঁচে থাকে তোমার আলোর ছোঁয়ায়,
দূর হয়ে যায় অন্ধকার
দূর হয়ে যায় জ্বরা ব্যাধি .
সৃষ্টি বাঁচে তোমার স্নিগ্ধ মায়ায় i
তাইতো মোরা হাতটি জুড়ে
একই সাথে বলি একই সুরে....
সূর্য তুমি দাও গো আলো
রক্ষা করো সৃষ্টিকে,
সব আঁধার ঘুচিয়ে দিয়ে
সচ্ছ্য করো দৃষ্টিকে ।
*******
Last edited: