• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

সকাল

Bose Arun

Favoured Frenzy
******* সকাল ******
আজ সকালে সকাল দেখে
রং লেগেছে তোমার মনে ,
ফুল ফুটেছে কুঞ্জ বনে
ভ্রমর পাখার গুঞ্জরণে ।
পাগল করা হীমেল হাওয়ায়
খুশির আবেশ সায়র প্রানে ,
পাণকৌড়ী মন ডুব দিয়েছে
হারিয়ে যেতে পদ্ম বনে ।
ঝীলের মাঝে সবূজ দ্বীপে
আবছা আলোর হাতছানি ,
পথ ভুলেছে পথিক পাখী
মেঘে মেঘে কানা কানি ।
কূয়াশা ঢাকা বনের পথে
চলছো তুমি শিশির মেখে ,
পাখীর ডাকে ঘুম ভাঙ্গিয়ে
সৃর্য ওঠে তোমায় দেখে ।
 
******* সকাল ******
আজ সকালে সকাল দেখে
রং লেগেছে তোমার মনে ,
ফুল ফুটেছে কুঞ্জ বনে
ভ্রমর পাখার গুঞ্জরণে ।
পাগল করা হীমেল হাওয়ায়
খুশির আবেশ সায়র প্রানে ,
পাণকৌড়ী মন ডুব দিয়েছে
হারিয়ে যেতে পদ্ম বনে ।
ঝীলের মাঝে সবূজ দ্বীপে
আবছা আলোর হাতছানি ,
পথ ভুলেছে পথিক পাখী
মেঘে মেঘে কানা কানি ।
কূয়াশা ঢাকা বনের পথে
চলছো তুমি শিশির মেখে ,
পাখীর ডাকে ঘুম ভাঙ্গিয়ে
সৃর্য ওঠে তোমায় দেখে ।
Khub sundor...
 
Top