শুদ্ধতা ..........
নিজের সাথে নিজেই খেলে চলি অবিরত
নিজেকেই করি কাটাকুটি
অনুভূতিদের পোড়াই
সেভাবেই করি শুদ্ধতার বড়াই!
কীসের শুদ্ধতা?
একশো আটবার প্রতিজ্ঞার পরেও তা ভেঙে যায়
বর্জিত জানালায় চোখ চ'লে যাচ্ছে একশত ষোলো বার ;
এসব নিয়েও বাঁচিয়ে চলেছি আহ্নিক গতিধারা!
নিজেকে পুড়িয়ে দেখেছি।
তাহলে শুদ্ধতা কোথায়?
যার স্বপ্ন দেখেছি প্রেমে,
শুদ্ধতা কী খুঁজে নেবো তারই আশ্রমে ?
নিজের সাথে নিজেই খেলে চলি অবিরত
নিজেকেই করি কাটাকুটি
অনুভূতিদের পোড়াই
সেভাবেই করি শুদ্ধতার বড়াই!
কীসের শুদ্ধতা?
একশো আটবার প্রতিজ্ঞার পরেও তা ভেঙে যায়
বর্জিত জানালায় চোখ চ'লে যাচ্ছে একশত ষোলো বার ;
এসব নিয়েও বাঁচিয়ে চলেছি আহ্নিক গতিধারা!
নিজেকে পুড়িয়ে দেখেছি।
তাহলে শুদ্ধতা কোথায়?
যার স্বপ্ন দেখেছি প্রেমে,
শুদ্ধতা কী খুঁজে নেবো তারই আশ্রমে ?