****** শীত ******
শীতের হাওয়ার বরফ ছোঁয়ায়
গাছের পাতা ঝড়ছে,
ফুট পাথের ছেলেটির খস খসে গাল
ঠোট ফেটে রক্ত পড়ছে ।
টিপ টপ মেয়েটি হারবাল বডি লোসন
কোল্ড ক্রীম মেখে ভাবছে,
এই তো সময় শ্লীম হতে
পার্লার আর জিম ওকে ডাকছে ।
লাল নীল সোয়েটার জ্যাকেট আর জিনস পড়ে
সেল হাতে মেয়েরা ঘুড়ছে,
শীত রাতে নাইট ক্লাব হোটেল আর ডিস্কো
জীবনের উত্তাপ লুটছে ।
না খাওয়া স্লিম হওয়া বস্তির মেয়েটি
এই শীতে রাস্তায় কাঁপছে,
ঘরে তিন ছোটো ছোটো ভাই বোন
তিন দিন না খেয়ে কাঁদছে ।
*****
শীতের হাওয়ার বরফ ছোঁয়ায়
গাছের পাতা ঝড়ছে,
ফুট পাথের ছেলেটির খস খসে গাল
ঠোট ফেটে রক্ত পড়ছে ।
টিপ টপ মেয়েটি হারবাল বডি লোসন
কোল্ড ক্রীম মেখে ভাবছে,
এই তো সময় শ্লীম হতে
পার্লার আর জিম ওকে ডাকছে ।
লাল নীল সোয়েটার জ্যাকেট আর জিনস পড়ে
সেল হাতে মেয়েরা ঘুড়ছে,
শীত রাতে নাইট ক্লাব হোটেল আর ডিস্কো
জীবনের উত্তাপ লুটছে ।
না খাওয়া স্লিম হওয়া বস্তির মেয়েটি
এই শীতে রাস্তায় কাঁপছে,
ঘরে তিন ছোটো ছোটো ভাই বোন
তিন দিন না খেয়ে কাঁদছে ।
*****