******** শিশিরের গন্ধ *******
বাতাসে আজ শিশিরের গন্ধ
মাঠে সোনালী ধান
পাতা ঝরা দিন এলো বুঝি
গাছেদের অভিমান ....
উত্তরের দুয়ার খুলে দিয়ে
হেমন্ত চলে যায় ,
আকাশে বাতাসে তুষার ছোয়া
কুয়াশা হাত বাড়ায় .......
কাননে কাননে ফুটতে চলেছে
মরশুমী ফুলের ছন্দ,
সকলের মনে খুশি এনে দেয়
সাঁঝের গোলাপী গন্ধ ........
পরিযায়ী পাখি নীল আকাশে
অজানায় পাড়ি দিলো ,
মন বলে আজ বাতাস ছুঁয়ে
শীত বুঝি এসে গেলো ..........
বাতাসে আজ শিশিরের গন্ধ
মাঠে সোনালী ধান
পাতা ঝরা দিন এলো বুঝি
গাছেদের অভিমান ....
উত্তরের দুয়ার খুলে দিয়ে
হেমন্ত চলে যায় ,
আকাশে বাতাসে তুষার ছোয়া
কুয়াশা হাত বাড়ায় .......
কাননে কাননে ফুটতে চলেছে
মরশুমী ফুলের ছন্দ,
সকলের মনে খুশি এনে দেয়
সাঁঝের গোলাপী গন্ধ ........
পরিযায়ী পাখি নীল আকাশে
অজানায় পাড়ি দিলো ,
মন বলে আজ বাতাস ছুঁয়ে
শীত বুঝি এসে গেলো ..........