&& শিব ঘরনী &&
ও মা শ্যামা তোর চরণ দুটি
বাবার বুকে কেনো রেখেছিস?
লজ্জা নেই তোর দিগম্বরী
বাবাকে দেখে জিভ কেটেছিস?
এই পৃথিবীর আঁধার মাঝে
কালো হয়েও তুই আলোয় আলো
তোর চরণেই সব সঁপেছি
এই ধরনীর মন্দ ভালো।
অসুর নাশিনী মা যে তুই
গলায় তোর মুণ্ড মালা,
সব অসুর বিনাশ করে
জুড়িয়ে দে মা বুকের জ্বালা।
দীপাবলির আলোর ছটায়
আলোয় ভরুক এই ধরনী
তুই মা এবার শান্ত হয়ে
যা ঘরে যা শিব ঘরনী।......
ও মা শ্যামা তোর চরণ দুটি
বাবার বুকে কেনো রেখেছিস?
লজ্জা নেই তোর দিগম্বরী
বাবাকে দেখে জিভ কেটেছিস?
এই পৃথিবীর আঁধার মাঝে
কালো হয়েও তুই আলোয় আলো
তোর চরণেই সব সঁপেছি
এই ধরনীর মন্দ ভালো।
অসুর নাশিনী মা যে তুই
গলায় তোর মুণ্ড মালা,
সব অসুর বিনাশ করে
জুড়িয়ে দে মা বুকের জ্বালা।
দীপাবলির আলোর ছটায়
আলোয় ভরুক এই ধরনী
তুই মা এবার শান্ত হয়ে
যা ঘরে যা শিব ঘরনী।......