******শান্ত গ্রাম ******
সোনা রোদের ঝিলি মিলি
বাঁশ পাতার ওই আরশিতে,
দোয়েল কোয়েল নেচে বেড়ায়
তেতুল পাতার জাফরীতে।
গ্রামের শেষে বটগাছে তে
আকাশ ঢাকা পাতার রাশি,
ঢেউ খেলা ওই সবুজ ক্ষেতে
পাকা ধানের সবুজ হাসি।
শাপলা ফুলের জল ছবিটা
ছায়ায় ঘেরা দিঘির জলে,
শান্ত দুপুর ঘুমিয়ে পরে
ডাহুক ডাকা গ্রামের কোলে।
সন্ধ্যা বেলা সূর্য ডোবে
বাঁশ গাছের ওই পাতার ফাকে,
চাঁদের আলো পিছলে পরে
ঘরে ফেরা বকের ঝাকে।
********
সোনা রোদের ঝিলি মিলি
বাঁশ পাতার ওই আরশিতে,
দোয়েল কোয়েল নেচে বেড়ায়
তেতুল পাতার জাফরীতে।
গ্রামের শেষে বটগাছে তে
আকাশ ঢাকা পাতার রাশি,
ঢেউ খেলা ওই সবুজ ক্ষেতে
পাকা ধানের সবুজ হাসি।
শাপলা ফুলের জল ছবিটা
ছায়ায় ঘেরা দিঘির জলে,
শান্ত দুপুর ঘুমিয়ে পরে
ডাহুক ডাকা গ্রামের কোলে।
সন্ধ্যা বেলা সূর্য ডোবে
বাঁশ গাছের ওই পাতার ফাকে,
চাঁদের আলো পিছলে পরে
ঘরে ফেরা বকের ঝাকে।
********