শরত
শরতের নীল আকাশে
মেঘ গুলো সব এলো মেলো,
ভাবছে এ মন বাতাস ছুঁয়ে
শিঁউলী ফোটার দিন এলো ।
কাঁশ বনের ওই ঢেউএর সাথে
মনটা ওড়ে ভ্রমর পাখায়,
সাঁঝ আকাশের রং নিয়ে সে
শিমূল বনে আবীর মাখায় ।
আগমনীর বাঁশির সুরে
ধানের ক্ষেতে কাঁপন জাগে,
হীমেল হাওয়ায় শরত আসে
ফুল ফোঁটে শিউলী শাখে I
পদ্ম দিঘীর পদ্ম দোলে
শরত রানীর পূঁজার থালায়
নীল পদ্মের স্থান হয়েছে
মৃণ্ময়ী মার পূঁজার থালায় ।......
শরতের নীল আকাশে
মেঘ গুলো সব এলো মেলো,
ভাবছে এ মন বাতাস ছুঁয়ে
শিঁউলী ফোটার দিন এলো ।
কাঁশ বনের ওই ঢেউএর সাথে
মনটা ওড়ে ভ্রমর পাখায়,
সাঁঝ আকাশের রং নিয়ে সে
শিমূল বনে আবীর মাখায় ।
আগমনীর বাঁশির সুরে
ধানের ক্ষেতে কাঁপন জাগে,
হীমেল হাওয়ায় শরত আসে
ফুল ফোঁটে শিউলী শাখে I
পদ্ম দিঘীর পদ্ম দোলে
শরত রানীর পূঁজার থালায়
নীল পদ্মের স্থান হয়েছে
মৃণ্ময়ী মার পূঁজার থালায় ।......