Bose Arun
Favoured Frenzy
শরৎ ।
卐卐卐卐卐卐)卐卐卐卐卐卐卐
পেঁজা তুলো মেঘ আকাশের গায়
বনে বনে ফোটে সাদা কাশ ফুল।
হিমেল হাওয়া মন যে দোলায়,
শাখে বসে বসে গাহে বুলবুল।।
মরাল মরালী সরোবর জলে--
করিছে জলকেলি মনের সুখে।
তা দেখিয়া কুমুদী হাসিয়া বলে,
মনের আনন্দ ফোটে তব মুখে।।
মরালী কহিলো ওগো সহচরী
তোমার বুকেতে মধু যেগো ভরা,
মধুকর তাহা লবে প্রেমভরি
এমনই প্রকৃতি নিয়মে গড়া।।
বেণুটি বাজায়ে কে যেন গো আসে,
কিবা সে ধুনের ঘাত প্রতিঘাত।
আগমনী বারতা বাতাসে ভাসে,
তবে কি আসিলো শারদ প্রভাত?
শিউলি কোড়ক ফুটিতে উন্মুখ,
বংশী ধ্বনি তাহারে ডাকিছে।
কহিছে এবার ভোলো নিদ্রাসুখ ,
ভ্রমর যে বৃথাই গুঞ্জে ফিরিছ
আমার গৃহের উপবনে শুধু--
শিউলি,বকুল ফোটে সারাবেলা।
পরাইতে শুধু তোমারই বঁধু,
প্রেম সূত্রে আমি গাঁথি তার মালা।।
আসিবে তুমি এশারদ প্রভাতে
শুধু মিলনের তরণীটি বেয়ে।
রাখিবেনা আরআমারে তফাতে
বসিয়া রয়েছি সেই পথ চেয়ে।।
卐卐卐卐卐卐)卐卐卐卐卐卐卐
পেঁজা তুলো মেঘ আকাশের গায়
বনে বনে ফোটে সাদা কাশ ফুল।
হিমেল হাওয়া মন যে দোলায়,
শাখে বসে বসে গাহে বুলবুল।।
মরাল মরালী সরোবর জলে--
করিছে জলকেলি মনের সুখে।
তা দেখিয়া কুমুদী হাসিয়া বলে,
মনের আনন্দ ফোটে তব মুখে।।
মরালী কহিলো ওগো সহচরী
তোমার বুকেতে মধু যেগো ভরা,
মধুকর তাহা লবে প্রেমভরি
এমনই প্রকৃতি নিয়মে গড়া।।
বেণুটি বাজায়ে কে যেন গো আসে,
কিবা সে ধুনের ঘাত প্রতিঘাত।
আগমনী বারতা বাতাসে ভাসে,
তবে কি আসিলো শারদ প্রভাত?
শিউলি কোড়ক ফুটিতে উন্মুখ,
বংশী ধ্বনি তাহারে ডাকিছে।
কহিছে এবার ভোলো নিদ্রাসুখ ,
ভ্রমর যে বৃথাই গুঞ্জে ফিরিছ
আমার গৃহের উপবনে শুধু--
শিউলি,বকুল ফোটে সারাবেলা।
পরাইতে শুধু তোমারই বঁধু,
প্রেম সূত্রে আমি গাঁথি তার মালা।।
আসিবে তুমি এশারদ প্রভাতে
শুধু মিলনের তরণীটি বেয়ে।
রাখিবেনা আরআমারে তফাতে
বসিয়া রয়েছি সেই পথ চেয়ে।।