শব্দছোঁয়া
কন্ঠের কবিতা থেকে খুলে দেয়া যাক যন্ত্রণার জড়োয়া,
তাতে রঙের আল্পনায় আঁকি সপ্তাহের এক-এক দিন,
দিনের পরিক্রমা।
প্রকৃতির নতুন সজীবতায় সঞ্চিত শব্দদেরকেও নবীন বাক্যের সমাহারে সাজাতে হয়,
এমন সমাহারে নিষ্প্রয়োজন ভূ-গর্ভস্থ সেমিকোলনগুলোকে,
ব্যর্থ আতিথেয়তার সফল নিমন্ত্রণেও তো সৃষ্টি হয়ে যায়
অসফল স্তবকসমূহের।
তাই এ নব-নবীন পর্য্যায়ের শব্দরা কবিতার সর্বাঙ্গে ভালোবাসা হয়ে জেগে থাকুক সৃষ্টির প্রেমের নির্যাসে-
আপন ভালোবাসার ছোঁয়ায়,
স্পর্শ শব্দদেরও তারা ভালোবাসতে শেখাবে।
কন্ঠের কবিতা থেকে খুলে দেয়া যাক যন্ত্রণার জড়োয়া,
তাতে রঙের আল্পনায় আঁকি সপ্তাহের এক-এক দিন,
দিনের পরিক্রমা।
প্রকৃতির নতুন সজীবতায় সঞ্চিত শব্দদেরকেও নবীন বাক্যের সমাহারে সাজাতে হয়,
এমন সমাহারে নিষ্প্রয়োজন ভূ-গর্ভস্থ সেমিকোলনগুলোকে,
ব্যর্থ আতিথেয়তার সফল নিমন্ত্রণেও তো সৃষ্টি হয়ে যায়
অসফল স্তবকসমূহের।
তাই এ নব-নবীন পর্য্যায়ের শব্দরা কবিতার সর্বাঙ্গে ভালোবাসা হয়ে জেগে থাকুক সৃষ্টির প্রেমের নির্যাসে-
আপন ভালোবাসার ছোঁয়ায়,
স্পর্শ শব্দদেরও তারা ভালোবাসতে শেখাবে।