****** শঙ্খচিল*******
দূর আকাশে ইচ্ছেগুলো ডানা মেলেছিল,
ভেজা সূর্যের আলো ইচ্ছে নদীতে চিকচিক
করছে । শরতের নাভিমূলে হেমন্তিকার বাসন্তী
চিহ্ন, মনের গহীন কোনে পদ্মিনী নারীর কল্পনা।
সর্পিল হাতের আনাগোনা ঊর্মিমালা আর অতল
স্পর্শী বনাচ্ছাদিত হারিয়ে যাওয়া ঠিকানায় ..
ফেনিল বাতাসে কামনার ঝর উথাল পাথাল,
হাল ভাঙ্গা জাহাজের নাবিকের মত শঙ্খচিলের
আনাগোনা শংক্ষিনী নারীর আগমন বার্তায় ।
বাঁকা নদীর চোরা স্রোত বয়ে যায় শঙ্খিনী
নারীর শরীরে, তুফানে তছনছ হয়ে যায়
কামসিক্ত যৌবন, সমুদ্র মন্থন করে উঠে আসে
অমৃত, বিষভান্ড রয়ে যায় ফনী মনসার কাঁটায়
যাতে বিঁধে আছে অনেক ভালবাসার হৃদয় ।
মনের ইচ্ছেগুলো অহল্যার মত পাথর হয়ে আছে ,
যাতে লেখা আছে অনেক নাম , খুঁজে চলেছে
অনেক উচু আকাশে উড়ে চলা শঙ্খচিলের ডানার
ছায়ায় । উন্মুখ হয়ে আছে জেগে
ওঠার জন্য আর হারিয়ে যাওয়া ভালবাসার
সাপ লুডোর মইয়ের খোঁজে ।
*****
দূর আকাশে ইচ্ছেগুলো ডানা মেলেছিল,
ভেজা সূর্যের আলো ইচ্ছে নদীতে চিকচিক
করছে । শরতের নাভিমূলে হেমন্তিকার বাসন্তী
চিহ্ন, মনের গহীন কোনে পদ্মিনী নারীর কল্পনা।
সর্পিল হাতের আনাগোনা ঊর্মিমালা আর অতল
স্পর্শী বনাচ্ছাদিত হারিয়ে যাওয়া ঠিকানায় ..
ফেনিল বাতাসে কামনার ঝর উথাল পাথাল,
হাল ভাঙ্গা জাহাজের নাবিকের মত শঙ্খচিলের
আনাগোনা শংক্ষিনী নারীর আগমন বার্তায় ।
বাঁকা নদীর চোরা স্রোত বয়ে যায় শঙ্খিনী
নারীর শরীরে, তুফানে তছনছ হয়ে যায়
কামসিক্ত যৌবন, সমুদ্র মন্থন করে উঠে আসে
অমৃত, বিষভান্ড রয়ে যায় ফনী মনসার কাঁটায়
যাতে বিঁধে আছে অনেক ভালবাসার হৃদয় ।
মনের ইচ্ছেগুলো অহল্যার মত পাথর হয়ে আছে ,
যাতে লেখা আছে অনেক নাম , খুঁজে চলেছে
অনেক উচু আকাশে উড়ে চলা শঙ্খচিলের ডানার
ছায়ায় । উন্মুখ হয়ে আছে জেগে
ওঠার জন্য আর হারিয়ে যাওয়া ভালবাসার
সাপ লুডোর মইয়ের খোঁজে ।
*****
Last edited: