তোমাকে কখনো ভালোবাসি বলা হয়নি।
কিছু মানুষকে কখনো ভালোবাসি বলতে হয় না।
ভালোবাসি না বললেও ভালোবাসা যায়।
সেই ভালোবাসাটা অনেক তীব্র।
যেটা মনে এমন ভাবে গেঁথে যায়
আমৃত্যু পর্যন্ত থেকে যায়।
তুমি হচ্ছ আমার সেই শখের মানুষ
যে থাকার জন্য না এসেও থেকে গেছে মনের ঘরে।
নিভৃত গোপনে, সঙ্গোপনে
আমার না পাওয়া শখের মানুষ হয়ে।
✻ ✻ ✻ ✻ ✻ ✻