Bose Arun
Favoured Frenzy
*** লেত্তি ***
লেত্তি ছাড়া লাট্টু বাবু
ব্রেকফাস্টে খাচ্ছে সাবু,
সাবুর পাপর সাবুর পায়েস
চোখটি বুঁজে করে আয়েস।
হটাৎ টনক উঠলো নড়ে
লেত্তিটা বুঝি গেল পরে,
খুঁজতে ওঠে তাল গাছে
নাকি খেলো বোয়াল মাছে।
লেত্তি বিনা ঘোরা বন্ধ
কপালটা আজ বেজায় মন্দ।
হটাৎ দেখে নিজের ছায়া
কোমরে জড়ানো লেত্তি ভায়া।
তাই না দেখে লাট্টু বাবু
খুশির চোটে হো হো হাসে
বন বন বন ঘোরা শুরু
কোমরে জড়ানো
লেত্তির ফাঁসে।......
লেত্তি ছাড়া লাট্টু বাবু
ব্রেকফাস্টে খাচ্ছে সাবু,
সাবুর পাপর সাবুর পায়েস
চোখটি বুঁজে করে আয়েস।
হটাৎ টনক উঠলো নড়ে
লেত্তিটা বুঝি গেল পরে,
খুঁজতে ওঠে তাল গাছে
নাকি খেলো বোয়াল মাছে।
লেত্তি বিনা ঘোরা বন্ধ
কপালটা আজ বেজায় মন্দ।
হটাৎ দেখে নিজের ছায়া
কোমরে জড়ানো লেত্তি ভায়া।
তাই না দেখে লাট্টু বাবু
খুশির চোটে হো হো হাসে
বন বন বন ঘোরা শুরু
কোমরে জড়ানো
লেত্তির ফাঁসে।......
Last edited: