******** রূপ *******
তোমায় দেখে
বকুল বনে বন্যা এলো,
তোমার চুলে রামধনু রঙ হারিয়ে গেলো ।
তোমার ঠোঁটে
মহুল বনের রস জমেছে,
তাই দেখে আজ
মৗমাছিদের মন মজেছে ।
তোমার হাসি
সবুজ বনের স্নিগ্ধ মায়া ,
তোমার চোখে
সাগর জলে হারিয়ে যাওয়া ।
তোমার ছোঁয়ায়
হাসণূহানার সুবাস মাখা ,
তোমার মনে
প্রজাপতির রঙ্গীন পাখা ।
তুমি ছাড়া
এই পৃথিবী অন্ধকারে ,
সূ্র্য লুকায়
অস্তাচলের বন্ধ দ্বারে ।*******
******
তোমায় দেখে
বকুল বনে বন্যা এলো,
তোমার চুলে রামধনু রঙ হারিয়ে গেলো ।
তোমার ঠোঁটে
মহুল বনের রস জমেছে,
তাই দেখে আজ
মৗমাছিদের মন মজেছে ।
তোমার হাসি
সবুজ বনের স্নিগ্ধ মায়া ,
তোমার চোখে
সাগর জলে হারিয়ে যাওয়া ।
তোমার ছোঁয়ায়
হাসণূহানার সুবাস মাখা ,
তোমার মনে
প্রজাপতির রঙ্গীন পাখা ।
তুমি ছাড়া
এই পৃথিবী অন্ধকারে ,
সূ্র্য লুকায়
অস্তাচলের বন্ধ দ্বারে ।*******
******