Bose Arun
Favoured Frenzy
**আমার রূপসী বাংলা**
বাতাসে ধানের শব্দ শুনেছি,
কত দিন তুমি আর আমি
দেখেছি কাঁঠাল পাতা
ঝরে গেছে ভোরের বাতাসে,
দেখেছি খই রঙা হাঁস
উড়ে চলে শরতের নীল আকাশে i
হিজল বনে স্নিগ্ধ শিশির
মুক্তোর মত জ্বলে ঘাসে ঘাসে ,
পুকুরে পুকুরে শালুকের ছায়া ভাসে i
দেখেছি বঁড়শি হাতে শ্যামলা
ছেলের পুকুরে মাছ ধরা ,
সোনালী ধানে ঘরের গোলা ভরা i
তোমার আমার কাশ বনে শুয়ে
স্বপ্নের জাল বোনা,
দুরে রেল গাড়ির লাইনে
কান পেতে শব্দ শোনা i
তুমি আমি নদী তীরে বসে দেখি
সাঁঝের সূর্যে আকাশ রঙ্গীন হওয়া ,
নদীর বুকে নাওয়ে শুনি আবছা
ভাটিয়ালি গান গাওয়া i
এইতো মোদের রূপসী বাংলা
আমার বাংলা দেশ ,
চোখে জাগে অতীত স্বপ্ন
ফেলে আসা মনের আবেশ ।
বাতাসে ধানের শব্দ শুনেছি,
কত দিন তুমি আর আমি
দেখেছি কাঁঠাল পাতা
ঝরে গেছে ভোরের বাতাসে,
দেখেছি খই রঙা হাঁস
উড়ে চলে শরতের নীল আকাশে i
হিজল বনে স্নিগ্ধ শিশির
মুক্তোর মত জ্বলে ঘাসে ঘাসে ,
পুকুরে পুকুরে শালুকের ছায়া ভাসে i
দেখেছি বঁড়শি হাতে শ্যামলা
ছেলের পুকুরে মাছ ধরা ,
সোনালী ধানে ঘরের গোলা ভরা i
তোমার আমার কাশ বনে শুয়ে
স্বপ্নের জাল বোনা,
দুরে রেল গাড়ির লাইনে
কান পেতে শব্দ শোনা i
তুমি আমি নদী তীরে বসে দেখি
সাঁঝের সূর্যে আকাশ রঙ্গীন হওয়া ,
নদীর বুকে নাওয়ে শুনি আবছা
ভাটিয়ালি গান গাওয়া i
এইতো মোদের রূপসী বাংলা
আমার বাংলা দেশ ,
চোখে জাগে অতীত স্বপ্ন
ফেলে আসা মনের আবেশ ।