Bose Arun
Favoured Frenzy
**** রাতনিলয়***
( নাইট ক্লাব
রাতনিলয়, যত রাত বারে
ততো যুবতী হয়ে ওঠে রাতনিলয় ,
সুরায় মত্ত হয়ে টেনে
নেয় উদ্যাম শরীর গুলোকে ।
বাঁধ ভাঙ্গা উত্তেজক সঙ্গীতের
আওয়াজ আর নাচের তাল ঢেকে
দেয় যৌন আবেদনের ইশারা i
আর যৌবনের শিরায় শিরায়
পানীয় আর ধোঁয়া উত্তেজিত
করে তোলে রাতের অচেনা
মধু চঁন্দ্রিমা ...ভুলে যায় কেও
কারুর নয়, শুধু শরীর খুঁজে
নেয় শরীরকে ।রাত বাড়তে থাকে,
শরীরের আগুন জ্বলতে থাকে
গনগন করে, যেনো দেহের
আগ্নেয়গিরির বিস্ফোরনের অপেক্ষা ।
লালসা সিক্ত কামনা গুলো খুঁজে
নেয় কাঙ্খিত শরীর গুলোকে ,
ভুলে যায় পৃথিবী, ভুলে যায়
সমাজ সংসার শুধু অপেক্ষা,
শরীরের আগ্নেয়গিরির ঊষ্ণ
লাভা উদ্গিরণের ।
রাত শেয হয়ে আসে, রাতনিলয়ের
রাতও তৃপ্তির আমেজে তাকিয়ে
দেখে পূব আকাশে আলোর ঝরনায়
প্রথম সূর্য ওঠা ।
পৃথিবী জাগছে………………………..
( নাইট ক্লাব
রাতনিলয়, যত রাত বারে
ততো যুবতী হয়ে ওঠে রাতনিলয় ,
সুরায় মত্ত হয়ে টেনে
নেয় উদ্যাম শরীর গুলোকে ।
বাঁধ ভাঙ্গা উত্তেজক সঙ্গীতের
আওয়াজ আর নাচের তাল ঢেকে
দেয় যৌন আবেদনের ইশারা i
আর যৌবনের শিরায় শিরায়
পানীয় আর ধোঁয়া উত্তেজিত
করে তোলে রাতের অচেনা
মধু চঁন্দ্রিমা ...ভুলে যায় কেও
কারুর নয়, শুধু শরীর খুঁজে
নেয় শরীরকে ।রাত বাড়তে থাকে,
শরীরের আগুন জ্বলতে থাকে
গনগন করে, যেনো দেহের
আগ্নেয়গিরির বিস্ফোরনের অপেক্ষা ।
লালসা সিক্ত কামনা গুলো খুঁজে
নেয় কাঙ্খিত শরীর গুলোকে ,
ভুলে যায় পৃথিবী, ভুলে যায়
সমাজ সংসার শুধু অপেক্ষা,
শরীরের আগ্নেয়গিরির ঊষ্ণ
লাভা উদ্গিরণের ।
রাত শেয হয়ে আসে, রাতনিলয়ের
রাতও তৃপ্তির আমেজে তাকিয়ে
দেখে পূব আকাশে আলোর ঝরনায়
প্রথম সূর্য ওঠা ।
পৃথিবী জাগছে………………………..