******** রাত্রি *******
আমি আর রাত্রি দুজনে দুজনার মুখো মুখি,
আকাশের তারারা নিরব সাক্ষী,
ভালোবাসায় দুজনের হাতে হাত রাখা i
ছাদের আলসেতে শুয়ে আছে অমাবস্যার চাঁদ ,
আমার চোখে চোখ রেখে মদির হাসি ওর ঠোটে,
রাত্রির সাথে আমার গোপন ভালবাসা i
কিশোরী রাত্রি লজ্জায় দু হাতে মুখ ঢাকে ,
বাধ না মানা চুল ঢেকে রাখে ওর লজ্জা
অবনত আঁখি দুটি , থির থির করে কাঁপে
ওর চোখের পাতা , আমার উষ্ণ চুমুতে
ও কেঁপে কেঁপে ওঠে । কিশোরী রাত্রি রঙ্গীন
হয়ে ওঠে আমার ছোঁয়ায় ..ধীরে ধীরে আমার
ভালবাসায় রাত্রি হয়ে ওঠে ভরা
কোটালের নদীর মত পূর্ণ যৌবনা, ঝরনার
মত লাস্যময়ী হয়ে ঝরে পড়ে ওর যৌবন i
সোনার হরিনের মত ধরা দেয় না,
কিন্তু আমার ভালোবাসায় পারে না পালিয়ে
যেতে , আমার বুকে মুখ গুজে থির থির করে
ফরিঙ্গের ডানার মত কাঁপতে থাকে ওর যৌবন i
আর রাতের আকাশ ওকে সাঁজিয়ে দেয়
তারার মালায় দয়িতের কাছে নিজেকে পূর্ণ
সমর্পণ করার জন্য i ধীরে ধীরে রাত
শেষ হয়ে আসে , রাত্রির ভালবাসা আমার
ভালোবাসায় পূর্ণ হয়ে তৃপ্তির সাথে এগিয়ে
যায়ে পূব আকাশের দিকে যেখানে প্রথম
উষার আলো রাতের আকাশ কে রঙ্গীন
করে রাঙিয়ে দেয় i আর রাত্রি আমার
ভালোবাসায়ে রঙ্গীন হয়ে হারিয়ে যায়
প্রথম সূর্যের উষার আলোয় i
অনেক কথা বলার ছিল রাত্রির সাথে ,
কিন্তু বাকি থেকে গেলো আমার সব কথা i
আমি আর রাত্রি দুজনে দুজনার মুখো মুখি,
আকাশের তারারা নিরব সাক্ষী,
ভালোবাসায় দুজনের হাতে হাত রাখা i
ছাদের আলসেতে শুয়ে আছে অমাবস্যার চাঁদ ,
আমার চোখে চোখ রেখে মদির হাসি ওর ঠোটে,
রাত্রির সাথে আমার গোপন ভালবাসা i
কিশোরী রাত্রি লজ্জায় দু হাতে মুখ ঢাকে ,
বাধ না মানা চুল ঢেকে রাখে ওর লজ্জা
অবনত আঁখি দুটি , থির থির করে কাঁপে
ওর চোখের পাতা , আমার উষ্ণ চুমুতে
ও কেঁপে কেঁপে ওঠে । কিশোরী রাত্রি রঙ্গীন
হয়ে ওঠে আমার ছোঁয়ায় ..ধীরে ধীরে আমার
ভালবাসায় রাত্রি হয়ে ওঠে ভরা
কোটালের নদীর মত পূর্ণ যৌবনা, ঝরনার
মত লাস্যময়ী হয়ে ঝরে পড়ে ওর যৌবন i
সোনার হরিনের মত ধরা দেয় না,
কিন্তু আমার ভালোবাসায় পারে না পালিয়ে
যেতে , আমার বুকে মুখ গুজে থির থির করে
ফরিঙ্গের ডানার মত কাঁপতে থাকে ওর যৌবন i
আর রাতের আকাশ ওকে সাঁজিয়ে দেয়
তারার মালায় দয়িতের কাছে নিজেকে পূর্ণ
সমর্পণ করার জন্য i ধীরে ধীরে রাত
শেষ হয়ে আসে , রাত্রির ভালবাসা আমার
ভালোবাসায় পূর্ণ হয়ে তৃপ্তির সাথে এগিয়ে
যায়ে পূব আকাশের দিকে যেখানে প্রথম
উষার আলো রাতের আকাশ কে রঙ্গীন
করে রাঙিয়ে দেয় i আর রাত্রি আমার
ভালোবাসায়ে রঙ্গীন হয়ে হারিয়ে যায়
প্রথম সূর্যের উষার আলোয় i
অনেক কথা বলার ছিল রাত্রির সাথে ,
কিন্তু বাকি থেকে গেলো আমার সব কথা i