Tanvir
Favoured Frenzy
রক্তের সন্ধানে বাংলাদেশ।
রক্ত মোরা করবো দান,
খুশি হবে আল্লাহ মহান।
সহজে মিলবে সবার ভালোবাসা,
সোনার বাংলার এই ভূমি,
একতা আসবে আমাদের মুক্তি।
তোমার রক্তে বাংলাদেশ,
জীবন বাঁচাতে করবো রক্ত দান।
রক্ত মোরা করবো দান।
খুশি হবে আল্লাহ মহান,
আমার দেশ, আমার জান,
সন্ধানে যে শক্তি, মোকাবিলা হয়,
আমরা করবো রক্ত দান।
একতা নিয়ে এই মহান সংগঠন,
রক্তের সন্ধানে বাংলাদেশের জয়গান।
আসবে শান্তি আমার প্রাণে,
নিজের রক্ত মিশে,
অন্য ভাই-বোন কে বাঁচাতে,
একতা হোক সব মানুষ প্রিয়জনে।
সমৃদ্ধির মাঝে সবাই থাকুক,
একতা ও ভালোবাসা ছুঁয়ে দেখুক।
প্রতিটি হৃদয় একসাথে,
ভালবাসায় রক্ত দেওয়ার আনন্দে।
একতা রক্তে সবার মধ্যে,
বাংলাদেশ হোক রক্তের সীমানা অমিল।
শুভ হোক বাংলাদেশ,
সবার হৃদয়ে, রক্তের সন্ধানে বাংলাদেশ।
রক্ত মোরা করবো দান,
খুশি হবে আল্লাহ মহান।
সহজে মিলবে সবার ভালোবাসা,
সোনার বাংলার এই ভূমি,
একতা আসবে আমাদের মুক্তি।
তোমার রক্তে বাংলাদেশ,
জীবন বাঁচাতে করবো রক্ত দান।
রক্ত মোরা করবো দান।
খুশি হবে আল্লাহ মহান,
আমার দেশ, আমার জান,
সন্ধানে যে শক্তি, মোকাবিলা হয়,
আমরা করবো রক্ত দান।
একতা নিয়ে এই মহান সংগঠন,
রক্তের সন্ধানে বাংলাদেশের জয়গান।
আসবে শান্তি আমার প্রাণে,
নিজের রক্ত মিশে,
অন্য ভাই-বোন কে বাঁচাতে,
একতা হোক সব মানুষ প্রিয়জনে।
সমৃদ্ধির মাঝে সবাই থাকুক,
একতা ও ভালোবাসা ছুঁয়ে দেখুক।
প্রতিটি হৃদয় একসাথে,
ভালবাসায় রক্ত দেওয়ার আনন্দে।
একতা রক্তে সবার মধ্যে,
বাংলাদেশ হোক রক্তের সীমানা অমিল।
শুভ হোক বাংলাদেশ,
সবার হৃদয়ে, রক্তের সন্ধানে বাংলাদেশ।