A
arunbose
Guest
এত দিন যাদের ভয় দেখিয়েছো এক দিন তারা ভয় পেতে লজ্জা পাবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের ওপর তুরি মেরে সে মরতো, ভয় পেতো না...... রক্তকরবীর নন্দিনী র উক্তি।
প্রশ্ন.... রবীঠাকুর রক্তকরবী লিখেছিলেন। প্রথম কি নাম দিয়েছিলেন, পরে সেই নাম পরিবর্তন করে রাখেন রক্তকরবী।
প্রশ্ন.... রবীঠাকুর রক্তকরবী লিখেছিলেন। প্রথম কি নাম দিয়েছিলেন, পরে সেই নাম পরিবর্তন করে রাখেন রক্তকরবী।
Last edited by a moderator: