Tanvir
Favoured Frenzy
রইবোনা এ ধরণীতে আমি
রেখে যাবো লেখাগুলি,,
থাকবেনা আর কোন অস্তিত্ব
থেকে যাবে মোর বুলি।।
শীতের কুয়াশার চাদরে
প্রেমের পরম আদরে
আমায় রেখ মুরিয়ে...
ভালোবাসা দিয়ে মোর
মর্ম দিও জুড়িয়ে>>>™
>>>>>>>>
আমি ছন্দে থাকি বিভোর
ছন্দে কথা কই,,,
ভালোবাসার অন্তরালে
সবার মাঝে রই।।
পাশে থেকো এভাবেই
যতদিন বেঁচে রপবো,,
তোমাদের আর্শিবাদে
কলমে কথা কবো°°°°
আজও তোমার হাত ধরে
কাটাই আমি রোজ,,
হয়ে উন্মাদ পথে-প্রান্তরে
করি তোমার খোঁজ।।
নই আমি নজরুল নই আমি রবি
আমি অতি নগন্য ক্ষুদ্র এক কবি
রেখে যাবো লেখাগুলি,,
থাকবেনা আর কোন অস্তিত্ব
থেকে যাবে মোর বুলি।।
শীতের কুয়াশার চাদরে
প্রেমের পরম আদরে
আমায় রেখ মুরিয়ে...
ভালোবাসা দিয়ে মোর
মর্ম দিও জুড়িয়ে>>>™
>>>>>>>>
আমি ছন্দে থাকি বিভোর
ছন্দে কথা কই,,,
ভালোবাসার অন্তরালে
সবার মাঝে রই।।
পাশে থেকো এভাবেই
যতদিন বেঁচে রপবো,,
তোমাদের আর্শিবাদে
কলমে কথা কবো°°°°
আজও তোমার হাত ধরে
কাটাই আমি রোজ,,
হয়ে উন্মাদ পথে-প্রান্তরে
করি তোমার খোঁজ।।
নই আমি নজরুল নই আমি রবি
আমি অতি নগন্য ক্ষুদ্র এক কবি