Tanvir
Favoured Frenzy
মোনেতে আমার শান্তি নাই,
আমার মোনে শান্তি নাই,
দেশ বিদেশে ঘুরে আমি,
শান্তি কোথায় খুজেঁ পাই।
জন্ম দিলো যে মা জননী,
দেখলাম না তার মুখ,
মায়ের আদর পাইলাম না আমি,
পাইলাম শুধু দুখ।
বাপের মুখ টা যে আমি,
দেখলাম না কখনো,
জন্ম নেওয়ার আগেও সে,
আমায় ছেড়ে চলে গেলো।
নিজে নিজে হলাম বড়ো,
সহ্য করলাম কত কষ্ট,
জীবন আমার কেটে যায়,
মা-বাবা বিহীন।
ইচ্ছা করে তাদের মত,
আমি যাই মরে,
মা-বাবা মতো আপনজন
নাই তো এই জগতে।
(শান্তি কোথায় খুজে পাই)
আমার মোনে শান্তি নাই,
দেশ বিদেশে ঘুরে আমি,
শান্তি কোথায় খুজেঁ পাই।
জন্ম দিলো যে মা জননী,
দেখলাম না তার মুখ,
মায়ের আদর পাইলাম না আমি,
পাইলাম শুধু দুখ।
বাপের মুখ টা যে আমি,
দেখলাম না কখনো,
জন্ম নেওয়ার আগেও সে,
আমায় ছেড়ে চলে গেলো।
নিজে নিজে হলাম বড়ো,
সহ্য করলাম কত কষ্ট,
জীবন আমার কেটে যায়,
মা-বাবা বিহীন।
ইচ্ছা করে তাদের মত,
আমি যাই মরে,
মা-বাবা মতো আপনজন
নাই তো এই জগতে।
(শান্তি কোথায় খুজে পাই)