মেঘ
নীল আকাশের কোনে কোনে
উড়ছেরে মন মেলে ডানা,
মেঘের সাথে পাল্লা দিয়ে
তোমার ও মন ছিঁনিয়ে আনা ।
সান্ধ্য মেঘের হাতটি ছুঁয়ে
যতই খোঁজো তোমার সে মন,
আমার মনের মনি কোঠায়
জ্বলছে সে মন হীরের মতন ।
মেঘের কোলে মুখ লুকায়ে
ভাসছো তুমি চোখের জলে,
ভাবছো এ মন হারিয়ে গেলো
কোন মানুষের জাদুর বলে ?
ভয় পেওনা ভাবছো কেনো
তোমারি মন তোমার আছে
মেঘের সাথে পাল্লা দিয়ে
হেরে গেলাম মেঘের কাছে ।……….
***********
নীল আকাশের কোনে কোনে
উড়ছেরে মন মেলে ডানা,
মেঘের সাথে পাল্লা দিয়ে
তোমার ও মন ছিঁনিয়ে আনা ।
সান্ধ্য মেঘের হাতটি ছুঁয়ে
যতই খোঁজো তোমার সে মন,
আমার মনের মনি কোঠায়
জ্বলছে সে মন হীরের মতন ।
মেঘের কোলে মুখ লুকায়ে
ভাসছো তুমি চোখের জলে,
ভাবছো এ মন হারিয়ে গেলো
কোন মানুষের জাদুর বলে ?
ভয় পেওনা ভাবছো কেনো
তোমারি মন তোমার আছে
মেঘের সাথে পাল্লা দিয়ে
হেরে গেলাম মেঘের কাছে ।……….
***********