একা একা কথা বলা
বৃষ্টির সাথে
নিমগ্ন নীড় ভোলা
বর্ষা স্রোতে
বাড়ছে আকাশ কালো
বাড়ছে সময়
ফেরার পথেই নত
শুধু নোনা জল
ছুঁয়ে দাও তুমি আজ
উত্তালী বর্ষাতে
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ
তখনি হার মানবে
হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে
মেঘেদের পাল তুলে
যাব নূরের খেয়ায়
বাধ মেঘবরনে আবেশে
ভালবেসে।।
বৃষ্টির সাথে
নিমগ্ন নীড় ভোলা
বর্ষা স্রোতে
বাড়ছে আকাশ কালো
বাড়ছে সময়
ফেরার পথেই নত
শুধু নোনা জল
ছুঁয়ে দাও তুমি আজ
উত্তালী বর্ষাতে
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ
তখনি হার মানবে
হাজার ফোটার এই রাত
শুধু প্রেম জেগে থাক
একই সুরে
মেঘেদের পাল তুলে
যাব নূরের খেয়ায়
বাধ মেঘবরনে আবেশে
ভালবেসে।।