Tanvir
Favoured Frenzy
মা-বাবা কেউ নেই,
পাশে পাবো এই ঈদে,
তেমন তো কেউ নেই,
যাদের সাথে করব ঈদের আনন্দ।
অভাগা আমি একা,
কেন এমন ভাগ্য লেখা,
সবাই থাকবে পরিবারের সাথে,
আমি থাকব এই ঈদে একা একা।
ঈদের নামাজ শেষে,
সবাই বাড়ি গিয়ে,
সেমাই ফিরনি খাবে,
আমি দেখব চেয়ে চেয়ে।
আমি এতিম বলে,
কেউ ডাকে না কাছে,
মিথ্যা আশ্বাস দিয়ে সবাই,
দূর থেকে ভালোবাসা দেখাই।
নিয়তি যে আমার এমন লেখা,
ঈদের খুশির দিনে দুঃখ আমার,
মা-বাবা তোমাকেই মনে পড়ে,
তোমরা একটিবার আসো ফিরে,
আমিও চাই তোমাদের সাথে,
ঈদের দিন খুশিতে কাটাতে।
পাশে পাবো এই ঈদে,
তেমন তো কেউ নেই,
যাদের সাথে করব ঈদের আনন্দ।
অভাগা আমি একা,
কেন এমন ভাগ্য লেখা,
সবাই থাকবে পরিবারের সাথে,
আমি থাকব এই ঈদে একা একা।
ঈদের নামাজ শেষে,
সবাই বাড়ি গিয়ে,
সেমাই ফিরনি খাবে,
আমি দেখব চেয়ে চেয়ে।
আমি এতিম বলে,
কেউ ডাকে না কাছে,
মিথ্যা আশ্বাস দিয়ে সবাই,
দূর থেকে ভালোবাসা দেখাই।
নিয়তি যে আমার এমন লেখা,
ঈদের খুশির দিনে দুঃখ আমার,
মা-বাবা তোমাকেই মনে পড়ে,
তোমরা একটিবার আসো ফিরে,
আমিও চাই তোমাদের সাথে,
ঈদের দিন খুশিতে কাটাতে।