Tanvir
Favoured Frenzy
মা, তুমি আমায় ছেড়ে,
চলে গেলে কেমন করে,
আকাশের তারা হয়ে,
দোয়া করো দূর থেকে।
একলা রাতে,
তোমার কথা মনে পড়ে,
আসে না ঘুম চোখে,
এই বুঝি মা ডাকলে তুমি,
খোকা আয় আমার কাছে।
শোনো মা,
তোমার ক্ষমা ও আশীর্বাদ চাই,
তোমার অভাবে হৃদয় আমার,
কুরে কুরে কাঁদে।
তোমার হাতে হাত ধরে,
প্রথম হাঁটতে শেখা,
মায়াবী আঁচল দিয়ে,
জড়িয়ে রাখতে আমাকে।
আমার হাসি তোমার হৃদয়ের সুখ,
তোমার মমতা ভরা আদর,
অসীম ভালোবাসা রূপ।
তুমি চাকুরী থেকে এসে,
কোলে নিতে তুলে,
বলতে খোকা রাগ করেছে,
আর যাবনা চাকুরীতে তোকে ছেড়ে।
কথা দিয়ে ছিলে মা,
তুমি থাকবে আমার পাশে,
কথা তুমি রাখলে না মা,
চলে গেলে আমায় ছেড়ে।
মা, তুমি রাখলে না কথা,
আমায় ছেড়ে চলে গেলে,
প্রশ্ন ছুড়ে দিলাম তোমার কাছে,
আকাশের তাঁরা হয়ে রয়েছো যেখানে।
মা, তুমি আমার জীবনের একমাত্র সুখ,
তোমার অসীম ভালোবাসা,
আর কি পাবো ভুবন মাঝে।
বলতে খোকা চলবি ভালো পথে,
তোমার সব কথা রেখেছি মনে,
তোমার অস্তিত্ব থাকবে সদা,
মা, তোমার অমূল্য স্মৃতি,
থাকবে আমার সাথে।
মা, তুমি ছিলে আমার আদর্শ,
বিশ্বাসের অদম্য শক্তি।
তোমার স্নেহে আমি হলাম অমৃত ধারা,
তোমার ছায়া আমার জীবন সাজায় সর্বদা।
তোমার অসীম ভালোবাসা,
থাকবে আমার হৃদয়ে,
সদা থাকবে তুমি,
আমার জীবনের অমূল্য রত্নে।
তুমি জীবনের সবচেয়ে মুল্যবান রত্ন,
তোমার দোয়ায় বড় হয়েছি মা,
তুমি যে আমার কবিতার আদর্শ।।
তোমার পায়ের নিচে বেহেস্ত আমার,
পারলাম না করতে সেই পায়ের সেবা,
এখন আমি বড় হয়েছি,
দেখছো দূর থেকে তুমি ।
জীবনের প্রতিটা মুহূর্তে,
তুমি থাকবে আমার হৃদয়ে,
ভালো থেকে মা তুমি,
দোয়া করি খোদার কাছে।
মা, তোমার সেই ছোট্ট খোকা,
বড় হয়েছি একা,
পথ চলতে শিখে গেছি,
হারিয়েছি তোমাকে মা।
খোদার ডাকে সাড়া দিয়ে,
আমার আগে গেছো মরে,
আমি এখন কাদি নিরবে।
ভালো থেকে মা তুমি....................................................... তোমাকে এখনো ভালোবাসি মা।
চলে গেলে কেমন করে,
আকাশের তারা হয়ে,
দোয়া করো দূর থেকে।
একলা রাতে,
তোমার কথা মনে পড়ে,
আসে না ঘুম চোখে,
এই বুঝি মা ডাকলে তুমি,
খোকা আয় আমার কাছে।
শোনো মা,
তোমার ক্ষমা ও আশীর্বাদ চাই,
তোমার অভাবে হৃদয় আমার,
কুরে কুরে কাঁদে।
তোমার হাতে হাত ধরে,
প্রথম হাঁটতে শেখা,
মায়াবী আঁচল দিয়ে,
জড়িয়ে রাখতে আমাকে।
আমার হাসি তোমার হৃদয়ের সুখ,
তোমার মমতা ভরা আদর,
অসীম ভালোবাসা রূপ।
তুমি চাকুরী থেকে এসে,
কোলে নিতে তুলে,
বলতে খোকা রাগ করেছে,
আর যাবনা চাকুরীতে তোকে ছেড়ে।
কথা দিয়ে ছিলে মা,
তুমি থাকবে আমার পাশে,
কথা তুমি রাখলে না মা,
চলে গেলে আমায় ছেড়ে।
মা, তুমি রাখলে না কথা,
আমায় ছেড়ে চলে গেলে,
প্রশ্ন ছুড়ে দিলাম তোমার কাছে,
আকাশের তাঁরা হয়ে রয়েছো যেখানে।
মা, তুমি আমার জীবনের একমাত্র সুখ,
তোমার অসীম ভালোবাসা,
আর কি পাবো ভুবন মাঝে।
বলতে খোকা চলবি ভালো পথে,
তোমার সব কথা রেখেছি মনে,
তোমার অস্তিত্ব থাকবে সদা,
মা, তোমার অমূল্য স্মৃতি,
থাকবে আমার সাথে।
মা, তুমি ছিলে আমার আদর্শ,
বিশ্বাসের অদম্য শক্তি।
তোমার স্নেহে আমি হলাম অমৃত ধারা,
তোমার ছায়া আমার জীবন সাজায় সর্বদা।
তোমার অসীম ভালোবাসা,
থাকবে আমার হৃদয়ে,
সদা থাকবে তুমি,
আমার জীবনের অমূল্য রত্নে।
তুমি জীবনের সবচেয়ে মুল্যবান রত্ন,
তোমার দোয়ায় বড় হয়েছি মা,
তুমি যে আমার কবিতার আদর্শ।।
তোমার পায়ের নিচে বেহেস্ত আমার,
পারলাম না করতে সেই পায়ের সেবা,
এখন আমি বড় হয়েছি,
দেখছো দূর থেকে তুমি ।
জীবনের প্রতিটা মুহূর্তে,
তুমি থাকবে আমার হৃদয়ে,
ভালো থেকে মা তুমি,
দোয়া করি খোদার কাছে।
মা, তোমার সেই ছোট্ট খোকা,
বড় হয়েছি একা,
পথ চলতে শিখে গেছি,
হারিয়েছি তোমাকে মা।
খোদার ডাকে সাড়া দিয়ে,
আমার আগে গেছো মরে,
আমি এখন কাদি নিরবে।
ভালো থেকে মা তুমি....................................................... তোমাকে এখনো ভালোবাসি মা।