******মায়াকানন ******
মায়াবনের মায়ার টানে
মন উড়ে যায় হংসপাখায়,
সন্ধ্যা বেলার হিমেল হওয়া
সেই মনেতে শিশির মাখায় …
খুশির হাওয়া লাগলো প্রাণে
তোমার চোখে আকাশ নামে ,
সেই আকাশে তারা হয়ে
উঠব আমি সন্ধ্যা যামে ...
ফুলেফুলে ছেয়ে গেছে
তোমার মনের মায়াকানন ,.
হরিণ চোখের কাঁজল নিয়ে
মদির হলো তোমার নয়ন ...
মায়ায় ভরা আকাশবাতাস
স্বপ্নালু এই সন্ধ্যাবেলা ,
তোমার হাতেহাত টি রেখে
শুরু হলো কথা বলা ..........
মায়াবনের মায়ার টানে
মন উড়ে যায় হংসপাখায়,
সন্ধ্যা বেলার হিমেল হওয়া
সেই মনেতে শিশির মাখায় …
খুশির হাওয়া লাগলো প্রাণে
তোমার চোখে আকাশ নামে ,
সেই আকাশে তারা হয়ে
উঠব আমি সন্ধ্যা যামে ...
ফুলেফুলে ছেয়ে গেছে
তোমার মনের মায়াকানন ,.
হরিণ চোখের কাঁজল নিয়ে
মদির হলো তোমার নয়ন ...
মায়ায় ভরা আকাশবাতাস
স্বপ্নালু এই সন্ধ্যাবেলা ,
তোমার হাতেহাত টি রেখে
শুরু হলো কথা বলা ..........