মাটির দেহ আমার,
মিশে যাবো মাটিতে,
তাই মাটির মানুষ হতে চাই।
জন্মেছি যখন মরতেই হবে,
অহংকার আমার জন্য নহে,
অহংকার চূর্ণ করে,
মানুষের মাঝে রবো মানুষ হয়ে ।

নম্রতা ও সততার আত্মাকে বঞ্চিত করে,
খারাপ কিছু আত্মার সাথে মিশে,
বেচে থেকে আমার কি লাভ আছে,
সন্তুষ্ট থাকব যে টুকু পাবো সেটুকু নিয়ে ।
এ জগতে আমার কিছুই নেই,
তোমার বলে কিছু নেই,
খালি হাতে চলে যেতে হবে,
যাবে না কেউ সাথে।
মিশে যাবো মাটিতে,
তাই মাটির মানুষ হতে চাই।
জন্মেছি যখন মরতেই হবে,
অহংকার আমার জন্য নহে,
অহংকার চূর্ণ করে,
মানুষের মাঝে রবো মানুষ হয়ে ।

নম্রতা ও সততার আত্মাকে বঞ্চিত করে,
খারাপ কিছু আত্মার সাথে মিশে,
বেচে থেকে আমার কি লাভ আছে,
সন্তুষ্ট থাকব যে টুকু পাবো সেটুকু নিয়ে ।
এ জগতে আমার কিছুই নেই,
তোমার বলে কিছু নেই,
খালি হাতে চলে যেতে হবে,
যাবে না কেউ সাথে।