• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

মাংসের স্বাদ

Alcyoneus

Epic Legend
Chat Pro User
সেদিন রান্নায় হঠাৎ যেন সেই ছোট্ট বেলার কথা মনে পড়ল। একান্নবর্তী পরিবারে, রবিবারের ছুটির দিনে বড় হাড়িতে মাংস রান্না হত। সারাদিন অপেক্ষা চলত শুধু কাঁসার থালায়, গরম ভাত, নুন-লেবু আর তার সাথে বিরাট বাটিতে মাংসের ঝোল, তাতে একটি মাংস আর দুটো আলু। পরম তৃপ্তিতে সেই খাবার খাওয়া হত। হয়তো পাতে একটাই মাংস, কিন্তু পরিবারের একসাথে বসে খাওয়াতে আনন্দ অনেক বেশি ছিল। আজ সময় বদলে গেছে। বাটিতে একটার জায়গায় চারটে মাংস, সুন্দর টেবিলে স্যালাড দিয়ে সার্ভ করা। কিন্তু সেই আনন্দের স্বাদ নেই। উঠোনে বসে কাঁসার থালায় মায়ের হাতে ফুঁ দিতে দিতে মাংস মেখে দেওয়া। আর এক পরম তৃপ্তি। মা আজ বৃদ্ধাশ্রমে মাংস কতটা খেতে পারেন, তা জানা নেই কিন্তু বোঝা যায়, সেই মাংসের স্বাদের মত আমরাও বদলে গেছি আর ভুলে গেছি জীবনের স্বাদ।
 
সেদিন রান্নায় হঠাৎ যেন সেই ছোট্ট বেলার কথা মনে পড়ল। একান্নবর্তী পরিবারে, রবিবারের ছুটির দিনে বড় হাড়িতে মাংস রান্না হত। সারাদিন অপেক্ষা চলত শুধু কাঁসার থালায়, গরম ভাত, নুন-লেবু আর তার সাথে বিরাট বাটিতে মাংসের ঝোল, তাতে একটি মাংস আর দুটো আলু। পরম তৃপ্তিতে সেই খাবার খাওয়া হত। হয়তো পাতে একটাই মাংস, কিন্তু পরিবারের একসাথে বসে খাওয়াতে আনন্দ অনেক বেশি ছিল। আজ সময় বদলে গেছে। বাটিতে একটার জায়গায় চারটে মাংস, সুন্দর টেবিলে স্যালাড দিয়ে সার্ভ করা। কিন্তু সেই আনন্দের স্বাদ নেই। উঠোনে বসে কাঁসার থালায় মায়ের হাতে ফুঁ দিতে দিতে মাংস মেখে দেওয়া। আর এক পরম তৃপ্তি। মা আজ বৃদ্ধাশ্রমে মাংস কতটা খেতে পারেন, তা জানা নেই কিন্তু বোঝা যায়, সেই মাংসের স্বাদের মত আমরাও বদলে গেছি আর ভুলে গেছি জীবনের স্বাদ।
25e2a496c8204acd1e5c459d86d905e4.gif
 
সেদিন রান্নায় হঠাৎ যেন সেই ছোট্ট বেলার কথা মনে পড়ল। একান্নবর্তী পরিবারে, রবিবারের ছুটির দিনে বড় হাড়িতে মাংস রান্না হত। সারাদিন অপেক্ষা চলত শুধু কাঁসার থালায়, গরম ভাত, নুন-লেবু আর তার সাথে বিরাট বাটিতে মাংসের ঝোল, তাতে একটি মাংস আর দুটো আলু। পরম তৃপ্তিতে সেই খাবার খাওয়া হত। হয়তো পাতে একটাই মাংস, কিন্তু পরিবারের একসাথে বসে খাওয়াতে আনন্দ অনেক বেশি ছিল। আজ সময় বদলে গেছে। বাটিতে একটার জায়গায় চারটে মাংস, সুন্দর টেবিলে স্যালাড দিয়ে সার্ভ করা। কিন্তু সেই আনন্দের স্বাদ নেই। উঠোনে বসে কাঁসার থালায় মায়ের হাতে ফুঁ দিতে দিতে মাংস মেখে দেওয়া। আর এক পরম তৃপ্তি। মা আজ বৃদ্ধাশ্রমে মাংস কতটা খেতে পারেন, তা জানা নেই কিন্তু বোঝা যায়, সেই মাংসের স্বাদের মত আমরাও বদলে গেছি আর ভুলে গেছি জীবনের স্বাদ।
Onek kichu mone pore gelo.. একান্নবর্তী পরিবারে thakar je ki moja je nei se jane na
 
Onek kichu mone pore gelo.. একান্নবর্তী পরিবারে thakar je ki moja je nei se jane na
আমি ছিলাম ছোটো বেলায় তারপর সবাই আলাদা হয়ে গেলো তারপর আর কখনো এক হয়নি,সবাই অনেক দূরে ছিটকে গেলো,আর কোনো দিন সাক্ষাৎ হয়নি
 
এখনো ভাইফোঁটা বা পুজোর সময় সবাই একসাথে হলে খুব আনন্দ হয়। ভাইবোনরা সবাই নিজের নিজের মতো বাইরে থাকে। বছরে দুয়েক দিন দেখা হয় মাত্র।
 
এখনো ভাইফোঁটা বা পুজোর সময় সবাই একসাথে হলে খুব আনন্দ হয়। ভাইবোনরা সবাই নিজের নিজের মতো বাইরে থাকে। বছরে দুয়েক দিন দেখা হয় মাত্র।
এটা ঠিক বলেছো
 
Owshadharon hoyeche lekhata.... though i been never raised in a joint family however I'm not unaware of the joyous essence of it , and the festivity to be part of it during the time mamar bari visit be it durga pujo or some other ocassion..so i can relate this.With a tinge of sadness, i miss it badly...but somewhere in my mind i still cherish those moments..kind of retrospection
Amio miss kori Du char Bochor ager kotha Amar jonmo Bonedi barite Bola jete pare Uttor kolkata er Obijjato barite kintu amra South Kolkata Chole asay একান্নবর্তি proibar ভেঙে যায় বাড়িটাও বিক্রি kore dewa hoy,khub miss kori দুর্গাপুজোর দিন গুলো
 
সেদিন রান্নায় হঠাৎ যেন সেই ছোট্ট বেলার কথা মনে পড়ল। একান্নবর্তী পরিবারে, রবিবারের ছুটির দিনে বড় হাড়িতে মাংস রান্না হত। সারাদিন অপেক্ষা চলত শুধু কাঁসার থালায়, গরম ভাত, নুন-লেবু আর তার সাথে বিরাট বাটিতে মাংসের ঝোল, তাতে একটি মাংস আর দুটো আলু। পরম তৃপ্তিতে সেই খাবার খাওয়া হত। হয়তো পাতে একটাই মাংস, কিন্তু পরিবারের একসাথে বসে খাওয়াতে আনন্দ অনেক বেশি ছিল। আজ সময় বদলে গেছে। বাটিতে একটার জায়গায় চারটে মাংস, সুন্দর টেবিলে স্যালাড দিয়ে সার্ভ করা। কিন্তু সেই আনন্দের স্বাদ নেই। উঠোনে বসে কাঁসার থালায় মায়ের হাতে ফুঁ দিতে দিতে মাংস মেখে দেওয়া। আর এক পরম তৃপ্তি। মা আজ বৃদ্ধাশ্রমে মাংস কতটা খেতে পারেন, তা জানা নেই কিন্তু বোঝা যায়, সেই মাংসের স্বাদের মত আমরাও বদলে গেছি আর ভুলে গেছি জীবনের স্বাদ।
এগিয়ে ঢলো ভাই। আত্মসম্মান ও মূল্যবোধ মনুষ্যত্বের মাপকাঠি।
 
Top