Bose Arun
Favoured Frenzy
***** মন ছুটি চায় *******
জীবনটা হয়ে গেছে বদ্ধ জলাশয়ের
মতো নিস্তরঙ্গ নির্বূদ ।
শ্যাওলা আর কচুরী পানায় ঢাকা
পরে গেছে মনের ছোটো ছোটো
ভালো লাগা গুলো ।
এমনটা কিন্তু ছিলোনা, মনে আছে
কৈশোর আর যৌবনের সন্ধিক্ষনে, সব সময়ে
মনের পালে বাতাস ভরে থাকতো,
ময়ূর পহ্মী মন পাড়ি দিতো সুদূর
তারায়ে ভরা আকাশ পানে ।
ধীরে ধীরে সমস্ত শরীর আর মনে
উৎসব নিয়ে যৌবন আসে,
জীবনের ভালো লাগা গুলো আরো যেন
প্রজাপতির ডানার মতো রঙ্গীন হয়ে ওঠে ।
হটাৎ এক দিন দেখা হয়ে গেলো তার সাথে,
মনে হলো এইতো সে, রবীঠাকুরের
শেষের কবিতার লাবন্য, নাকি জীবানন্দ দাসের
বনলতা সেন,যার চোখ দুটি আজো
পাখীর নীরের মত ।
সে দিন আমার কাছে লাবন্য আর বনলতা সেন
মিলে মিশে এক হয়ে গিয়েছিলো ।
তার পর কেটে গেছে বহু দিন, হাজার সূর্য্
অস্ত চলে গেছে জীবন আকাশে ।
এক দিন দেখলাম কর্তব্যের জাতাকলে
পিশে যাচ্ছে মনের ছোট ছোট আনন্দের ঢেও গুলো ।
আমিতো আর রবীঠাকুরের সাধারন মেয়ের মতো
বলতে পারি না, " শরৎ বাবু আমাকে নিয়ে
একটা গল্পো লেখো "রাধার পরে খাওয়া
আর খাওয়ার পরে রাধা ,
জীবন আমার একই চাকায় বাঁধা ।
আর আমিও যে একটি সাধারন মানুষ ,
তবু এখনো যখন চোখ চলে যায়
শরতের নীল আকাশের দিকে, যেখানে
পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, অথবা
লাল ফাঁগুয়ায়ে রঙ্গীন হওয়া কৃঁষ্নচূরার বনে,
তখন বাঁধ না মানা পথিক পাখীর মতো
পাখনা মেলে উড়ে যেতে চায় মন
অসীম আকাশের বুকে………
মন যে ছুটি চায় সব কিছু থেকে ।
জীবনটা হয়ে গেছে বদ্ধ জলাশয়ের
মতো নিস্তরঙ্গ নির্বূদ ।
শ্যাওলা আর কচুরী পানায় ঢাকা
পরে গেছে মনের ছোটো ছোটো
ভালো লাগা গুলো ।
এমনটা কিন্তু ছিলোনা, মনে আছে
কৈশোর আর যৌবনের সন্ধিক্ষনে, সব সময়ে
মনের পালে বাতাস ভরে থাকতো,
ময়ূর পহ্মী মন পাড়ি দিতো সুদূর
তারায়ে ভরা আকাশ পানে ।
ধীরে ধীরে সমস্ত শরীর আর মনে
উৎসব নিয়ে যৌবন আসে,
জীবনের ভালো লাগা গুলো আরো যেন
প্রজাপতির ডানার মতো রঙ্গীন হয়ে ওঠে ।
হটাৎ এক দিন দেখা হয়ে গেলো তার সাথে,
মনে হলো এইতো সে, রবীঠাকুরের
শেষের কবিতার লাবন্য, নাকি জীবানন্দ দাসের
বনলতা সেন,যার চোখ দুটি আজো
পাখীর নীরের মত ।
সে দিন আমার কাছে লাবন্য আর বনলতা সেন
মিলে মিশে এক হয়ে গিয়েছিলো ।
তার পর কেটে গেছে বহু দিন, হাজার সূর্য্
অস্ত চলে গেছে জীবন আকাশে ।
এক দিন দেখলাম কর্তব্যের জাতাকলে
পিশে যাচ্ছে মনের ছোট ছোট আনন্দের ঢেও গুলো ।
আমিতো আর রবীঠাকুরের সাধারন মেয়ের মতো
বলতে পারি না, " শরৎ বাবু আমাকে নিয়ে
একটা গল্পো লেখো "রাধার পরে খাওয়া
আর খাওয়ার পরে রাধা ,
জীবন আমার একই চাকায় বাঁধা ।
আর আমিও যে একটি সাধারন মানুষ ,
তবু এখনো যখন চোখ চলে যায়
শরতের নীল আকাশের দিকে, যেখানে
পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, অথবা
লাল ফাঁগুয়ায়ে রঙ্গীন হওয়া কৃঁষ্নচূরার বনে,
তখন বাঁধ না মানা পথিক পাখীর মতো
পাখনা মেলে উড়ে যেতে চায় মন
অসীম আকাশের বুকে………
মন যে ছুটি চায় সব কিছু থেকে ।