*** মনের ইচ্ছে ***
আমার একটা ইচ্ছে ছিল নদী হবার
বুকের মাঝে ঝর্ণা গুলো জড়িয়ে ধরার।
নীল সাগরের ডাক শুনে ছুটে চলি
দূর আকাশে মেঘের সাথে কথা বলি।
আমার একটা ইচ্ছে ছিল পাখি হবার
তোমার মনে গুনগুনিয়ে গান গাওয়ার।
রাখালিয়ার বাশীর সুরে আমি হারিয়ে যাই
তোমার মনের মুক্তো আমি কুড়িয়ে পাই।
আমার একটা ইচ্ছে ছিল বাতাস হবার
তোমার চোখের স্বপ্ন গুলো ছিনিয়ে নেবার।
উড়ে যাওয়া বকের পাখায় তোমার নামটা লিখি
তোমার মনে আমার মনের আয়না দেখি।
আমার একটা ইচ্ছে ছিল ভালোবাসার
তোমার মাঝে ইচ্ছে হয়ে লুকিয়ে থাকার।
তাইতো, তোমায় আমি স্বপ্নে দেখি
চাঁদের বুকে আমার প্রেমের পত্র লিখি।
******************************-
আমার একটা ইচ্ছে ছিল নদী হবার
বুকের মাঝে ঝর্ণা গুলো জড়িয়ে ধরার।
নীল সাগরের ডাক শুনে ছুটে চলি
দূর আকাশে মেঘের সাথে কথা বলি।
আমার একটা ইচ্ছে ছিল পাখি হবার
তোমার মনে গুনগুনিয়ে গান গাওয়ার।
রাখালিয়ার বাশীর সুরে আমি হারিয়ে যাই
তোমার মনের মুক্তো আমি কুড়িয়ে পাই।
আমার একটা ইচ্ছে ছিল বাতাস হবার
তোমার চোখের স্বপ্ন গুলো ছিনিয়ে নেবার।
উড়ে যাওয়া বকের পাখায় তোমার নামটা লিখি
তোমার মনে আমার মনের আয়না দেখি।
আমার একটা ইচ্ছে ছিল ভালোবাসার
তোমার মাঝে ইচ্ছে হয়ে লুকিয়ে থাকার।
তাইতো, তোমায় আমি স্বপ্নে দেখি
চাঁদের বুকে আমার প্রেমের পত্র লিখি।
******************************-