A
arunbose
Guest
বহু দিন আগে ভোর হলে কলকাতা শহর জেগে উঠতো আকাশ বাণী কলকাতা রেডিওর আওয়াজে, একটু পরে রেডিও জকির গলার আওয়াজ, নমস্কার কলকাতা আকাশবাণী কলকাতা থেকে বলছি। ধীরে ধীরে জেগে উঠত কলকাতা শহর, হাই ড্রেনের জলের ফোয়ারায় কলকাতা করপোরেশন এর কর্মিদের কলিকাতার রাস্তা ধোয়া। ধীরে ধীরে শুরু হয়ে যেত যান বাহন চলাচল। কলকাতা শহরের ঘুম ভাঙতো। কলকাতা জেগে উঠতো।