Bose Arun
Favoured Frenzy
**** ভুলে যেতে চাই******
ভুলে যেতে চাই তোমাকে
রাখতে চাই না আর মনে ,
সারাদিন সারাক্ষন তোমার
মুখটা আমাকে তাড়া করে বেড়ায়
কিছু করতে পারিনা, সব ভুল
হয়ে যায় । তোমার কাঁজল কালো
চোখ দুটো মিটিমিটি হাসে আর
বলে কি হলো আবার ভুল হয়ে
গেলতো ? কোনো দিন দেখিনি
তোমাকে, শুধু কল্পনায় এঁকেছি ।
একটা বৃষ্টি ঝরা রাতে কথাকে
সঙ্গে করে মেঘের ভেলায়
এসেছিলে আমার কাছে , জানি না
কোথা থেকে এসেছিলে সুনামিকে
সঙ্গে করে আমার কাছে কল্পনার
পথ ধরে i সুনামি হয়ে আছড়ে
পরেছিলে আমার কামনায় ।
ওই একটি রাতে তুমি আমাকে আমার
যৌবনের শিখরে তুলে নিয়েছিলে I
রাত জাগা পাখির মতো তুমি আর
আমি দুজনেই দেখেছি ক্লান্ত ভোর
হতে i আর খুঁজে পাইনি তোমাকে।
কখনো দেখেছি শ্রাবনের কালো মেঘে
তোমার কেশ রাশি, তোমার চোখের
বিদ্যুতের ঝিলিক, আবার কখনো
পেয়েছি শান্ত স্নিগ্ধ বসন্তের দখিনা
বাতাসে তোমার শরীরের হাসনাহানার
গন্ধ i আজ হটাৎ সব কিছু কেমন
হারিয়ে গেলো, আকাশের গায়ে আঁকা নেই
তোমার চোখ দুটি, বাতাসে নেই কোনো
হাসনাহানার গন্ধ i তুমি হারিয়ে গেছো
আমার কাছ থেকে i আর খুঁজবোনা
তোমাকে, শুধুশুধু কষ্ট পাওয়া মনে i
তার থেকে এই বেশ .......
ভুলে যেতে চাই তোমাকে ... তবু
থাক না একটু খানি স্মৃতির আবেশ i
ভুলে যেতে চাই তোমাকে
রাখতে চাই না আর মনে ,
সারাদিন সারাক্ষন তোমার
মুখটা আমাকে তাড়া করে বেড়ায়
কিছু করতে পারিনা, সব ভুল
হয়ে যায় । তোমার কাঁজল কালো
চোখ দুটো মিটিমিটি হাসে আর
বলে কি হলো আবার ভুল হয়ে
গেলতো ? কোনো দিন দেখিনি
তোমাকে, শুধু কল্পনায় এঁকেছি ।
একটা বৃষ্টি ঝরা রাতে কথাকে
সঙ্গে করে মেঘের ভেলায়
এসেছিলে আমার কাছে , জানি না
কোথা থেকে এসেছিলে সুনামিকে
সঙ্গে করে আমার কাছে কল্পনার
পথ ধরে i সুনামি হয়ে আছড়ে
পরেছিলে আমার কামনায় ।
ওই একটি রাতে তুমি আমাকে আমার
যৌবনের শিখরে তুলে নিয়েছিলে I
রাত জাগা পাখির মতো তুমি আর
আমি দুজনেই দেখেছি ক্লান্ত ভোর
হতে i আর খুঁজে পাইনি তোমাকে।
কখনো দেখেছি শ্রাবনের কালো মেঘে
তোমার কেশ রাশি, তোমার চোখের
বিদ্যুতের ঝিলিক, আবার কখনো
পেয়েছি শান্ত স্নিগ্ধ বসন্তের দখিনা
বাতাসে তোমার শরীরের হাসনাহানার
গন্ধ i আজ হটাৎ সব কিছু কেমন
হারিয়ে গেলো, আকাশের গায়ে আঁকা নেই
তোমার চোখ দুটি, বাতাসে নেই কোনো
হাসনাহানার গন্ধ i তুমি হারিয়ে গেছো
আমার কাছ থেকে i আর খুঁজবোনা
তোমাকে, শুধুশুধু কষ্ট পাওয়া মনে i
তার থেকে এই বেশ .......
ভুলে যেতে চাই তোমাকে ... তবু
থাক না একটু খানি স্মৃতির আবেশ i