• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

ভালোবাসি বলেই

ভালোবাসি বললেই ভালোবাসা যায়না,অনেকে আবার ভালোবাসার অভিনয় করে যায়,সত্যি কারের ভালোবাসা হলে একে অপরকে প্রতিটা মুহূর্তে মনে পড়বে,

“প্রেম বড়ো বিচিত্র বস্তু যারা যৌবনোন্মেষের সঙ্গে সঙ্গে প্রণয়ের কথা চিন্তা করে,প্রেম নিয়ে মনে মনে জল্পনা করে,তাদের পক্ষে প্রথম প্রেমের আবির্ভাব তেমন মারাত্মক নয়।কিন্তু যাদের মনের কৌমার্য ভঙ্গ হয়নি তাদের পক্ষে প্রথম প্রেম বিনা মেঘে বজ্রপাতের মতই দারুণ দুঃসহ জ্যোতিরুচ্ছ্বাসে চোখ বন্ধ হয়ে যায়।”

অতএব বলা যেতে পারে পৃথিবীতে কেউ কারো নয় এখন,কিন্তু কিছু কিছু মেয়ে বা ছেলে এখনও আছে যারা একে অপরকে সত্যি ভালোবাসে নাহলে পৃথিবীটা চলত না,কিন্তু এই সময় প্রেমের চেয়ে স্বার্থপরতা বেশি।
 
১. সময়ের হিসেব থাকে না

যাঁকে আপনি সত্যিই ভালোবেসে ফেলেছেন, তাঁর সঙ্গে দেখা হলে আপনার আর সময় জ্ঞান থাকবে না। ঘড়ির দিকে তাকাতে ভুলে যাবেন। উল্টো দিকেও একই অবস্থা হবে। বাস্তব জগত থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়ে সব সময় একটা ঘোর, অন্যমনস্ক ভাব। মন ফুরফুরে। নিজেই বুঝতে পারবেন, সব সময় প্রেমের মানুষটির সঙ্গে দেখা করার ইচ্ছে। এবং সেই ইচ্ছেটা বেশির ভাগটাই মাানসিক। শারীরিক নয়। প্রথমেই শারীরিক ইচ্ছে কিন্তু সত্যিকারের ভালোবাসার লক্ষণ নয়। কারণ সেখানে শরীরটাই সব। চাহিদা মিটে গেলেই মন উবে যায়।

২. 'ইগো' বা অহংবোধের পরাজয় হয়

আপনি যদি সত্যিই কারও প্রেমে পড়েন, তাহলে আপনার যাবতীয় ইগো স্রেফ উড়ে যাবে। বারবার মনের কাছে ইগো-র হার নিশ্চিত। দুই আত্মার মিলনে ইগো থাকতে পারে না। ভালোবাসার মানুষটার কাছে নিজেকে সমর্পণ করে দেবেন নিজের অজান্তেই। ভালোবাসার মানুষটাকে খুশি করতে সব অহংবোধ ভুলে যাবেন।



৩. রসবোধ, বুদ্ধিমত্তা ও নম্রতার প্রকাশ

সত্যিকারের প্রেমে পড়লে মনের একটা অদ্ভূত পরিবর্তন হয়। আপনার রসবোধ, বুদ্ধিমত্তা ও মনের ভালো দিকটাই সবচেয়ে প্রকট হয়। সদা চনমনে মনের প্রভাব পড়ে কথাবার্তাতেও। সব মিলিয়ে একটা ফিল গুড ফ্যাক্টর।

৪. কিছু কাজের মিল

সত্যিকারের প্রেম হলে কিছু ভালোলাগার বিষয়ে দু'জনের পছন্দ মিলে যাবেই। যেমন, আপনি হয়ত বিশেষ একটি গান শুনছেন। এবং আপনার তা খুব ভালো লাগছে। অদ্ভূত ভাবে আপনার মনের মানুষটিও বলল, ওই গানটা তার খুব প্রিয়। কিছু ক্ষেত্রে এটা হতে বাধ্য। আপনি না-চাইলেও। হ্যাঁ, এটাই সত্যিকারের ভালোবাসা।

৫. নিজেকে ভাগ্যবান মনে হবে

কারও সঙ্গে সত্যিকারের প্রেম হলে নিজেকে ভাগ্যবান মনে হবে। মনে হবে, এটাই তো চেয়েছিলাম। সত্যিকারের প্রেমের গল্প এটাই

ei katha gulo ekhane prasongik bole mone hoyechilo tai share korlam
 
Top