***** ভালবাসি তোমায় ******
যদি চোখ দুটো ছোঁয়
সকাল বেলার হীমেল শিশির ,
যদি ঘুম ভাঙ্গা মন শোনে
রাত জাগা পাখির কিচির মিচির ,
যদি শিশির ধোঁয়া চোখ তুলে চাও
পূব দিগন্তে সূর্য ওঠার পথে ,
রঙ্গীন আকাশ রামধনু হয়ে ধরা
দেবে তোমার চোখে শিশির বিন্দুর
সাথে । তখন তোমার মনের
রূপকথার রাজকন্যারা পরী হয়ে উড়ে
বেড়াবে তোমার রঙ্গীন আকাশ জুড়ে ।
যদি তোমার মনটাকে ছুঁয়ে যায়
আগুন রাঙা কৃঁষ্ণচূড়ার ফুল, তখন
তোমার কানের দুল, রঙ্গীন হয়ে
রং ছেটাবে প্রজাপতির পাখায় আর
পলাশ গাছের শাখায় i
যদি তোমার মনে ছোঁয়া লাগে বসন্তের
দক্ষিনা বাতাস, মন পেতে চায় বকের
পাখায় আরেকটি মনের আকাশ i
তখন তোমার মনে লেখা হয়ে যায়
সেই মনেরি নাম, মনে পড়ে যায়
আমায়, নীল আকাশে লিখে দিও
ভালবাসি তোমায় *******
****************************
যদি চোখ দুটো ছোঁয়
সকাল বেলার হীমেল শিশির ,
যদি ঘুম ভাঙ্গা মন শোনে
রাত জাগা পাখির কিচির মিচির ,
যদি শিশির ধোঁয়া চোখ তুলে চাও
পূব দিগন্তে সূর্য ওঠার পথে ,
রঙ্গীন আকাশ রামধনু হয়ে ধরা
দেবে তোমার চোখে শিশির বিন্দুর
সাথে । তখন তোমার মনের
রূপকথার রাজকন্যারা পরী হয়ে উড়ে
বেড়াবে তোমার রঙ্গীন আকাশ জুড়ে ।
যদি তোমার মনটাকে ছুঁয়ে যায়
আগুন রাঙা কৃঁষ্ণচূড়ার ফুল, তখন
তোমার কানের দুল, রঙ্গীন হয়ে
রং ছেটাবে প্রজাপতির পাখায় আর
পলাশ গাছের শাখায় i
যদি তোমার মনে ছোঁয়া লাগে বসন্তের
দক্ষিনা বাতাস, মন পেতে চায় বকের
পাখায় আরেকটি মনের আকাশ i
তখন তোমার মনে লেখা হয়ে যায়
সেই মনেরি নাম, মনে পড়ে যায়
আমায়, নীল আকাশে লিখে দিও
ভালবাসি তোমায় *******
****************************