***** ভালোবাসা ***
তোমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে?
নাও, আমার নিশ্বাস থেকে একমুঠো
নিশ্বাস আমি তোমাকে দিলাম।
সব বিশ্বাস তোমার হারিয়ে গেছে?
ভয় কি আমার বিশ্বাস আমি
তোমাকে উজার করে দিয়ে দিচ্ছি।
আমার সমস্ত কিছু দিয়ে আমি
তোমাকে বাঁচিয়ে রাখতে চাই,
এই পৃথিবীতে, আমার অন্তরে।
আমার সুখ দুঃখ আনন্দ ভালো
লাগা ভালোবাসা দিয়েই তো আমি
তোমাকে বানিয়েছি তোমাকে সৃষ্টি
করেছি। তুমি শাশ্বত তুমি অমর
কোনো কিছুই তোমাকে বিনাশ করতে
পারে না। তুমি যে আমার ভালোবাসা।
তোমার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে?
নাও, আমার নিশ্বাস থেকে একমুঠো
নিশ্বাস আমি তোমাকে দিলাম।
সব বিশ্বাস তোমার হারিয়ে গেছে?
ভয় কি আমার বিশ্বাস আমি
তোমাকে উজার করে দিয়ে দিচ্ছি।
আমার সমস্ত কিছু দিয়ে আমি
তোমাকে বাঁচিয়ে রাখতে চাই,
এই পৃথিবীতে, আমার অন্তরে।
আমার সুখ দুঃখ আনন্দ ভালো
লাগা ভালোবাসা দিয়েই তো আমি
তোমাকে বানিয়েছি তোমাকে সৃষ্টি
করেছি। তুমি শাশ্বত তুমি অমর
কোনো কিছুই তোমাকে বিনাশ করতে
পারে না। তুমি যে আমার ভালোবাসা।
Last edited: