* ভালোবাসা নির্জনে *
কোথায় তুমি হারিয়ে গেলে
আমার জীবন থেকে,
কিছু দিনের অনেক স্বপ্ন
আমার চোখে এঁকে।
সে দিন ছিল কলেজে
দু পিরিয়ডে ছুটি,
আনমনে বাড়ির পথে
চলছি গুটি গুটি।
দূরে দেখি বাসের আশায়
দাঁড়িয়ে আছো তুমি,
যাকে নিয়ে মনের মাঝে
স্বপ্ন দেখি আমি।
তুমি আমি এক কলেজে
একই ক্লাসে পড়ি,
ইচ্ছে করে ছুটে গিয়ে
তোমার হাতটা ধরি।
ক্লাসের মাঝে পড়ার ফাকে
দেখি তোমায় আড় চোখে,
জানি না কেন তোমায় দেখে
তুফান ছোটে বুকে।
ক্লাসে তুমি ভালো ছেলে
চোখ তুলে না চাও,
আমার দিকে না তাকিয়ে
কি যে সুখ পাও।
আমায় দেখে ডাকলে কাছে
হাতটি তোমার নারি,
বললে হেসে চলো তোমায়
পৌঁছে দেবো বাড়ি।
আকাশ এলো হাতের মুঠোয়
বুকের মাঝে ধুকপুকানি,
স্বপ্ন আমি দেখছি নাকি
জেগে আছি কি জানি।
মনে আছে সেদিন তুমি
ট্যাক্সি করে পৌছে দিলে,
আমার হাতে হাতটি রেখে
তোমার করে নিলে।
শুরু হলো তোমার আমার
মন দেয়া নেয়া,
সিটি সেন্টারে ঘোরাঘুরি
ভিক্টোরিয়ায় ফুচকা খাওয়া।
নৌকা চোড়ে মাঝ গঙ্গায়
অবশ বিবশ সন্ধ্যা,
মনের মাঝে ফুটেছিল
রাতের রজনীগন্ধ্যা।
আজকে তোমার কত স্মৃতি
ভীর করে এই মনে,
স্বপ্ন ছিল দুটি মনের
ভালোবাসা নির্জনে।.......
কোথায় তুমি হারিয়ে গেলে
আমার জীবন থেকে,
কিছু দিনের অনেক স্বপ্ন
আমার চোখে এঁকে।
সে দিন ছিল কলেজে
দু পিরিয়ডে ছুটি,
আনমনে বাড়ির পথে
চলছি গুটি গুটি।
দূরে দেখি বাসের আশায়
দাঁড়িয়ে আছো তুমি,
যাকে নিয়ে মনের মাঝে
স্বপ্ন দেখি আমি।
তুমি আমি এক কলেজে
একই ক্লাসে পড়ি,
ইচ্ছে করে ছুটে গিয়ে
তোমার হাতটা ধরি।
ক্লাসের মাঝে পড়ার ফাকে
দেখি তোমায় আড় চোখে,
জানি না কেন তোমায় দেখে
তুফান ছোটে বুকে।
ক্লাসে তুমি ভালো ছেলে
চোখ তুলে না চাও,
আমার দিকে না তাকিয়ে
কি যে সুখ পাও।
আমায় দেখে ডাকলে কাছে
হাতটি তোমার নারি,
বললে হেসে চলো তোমায়
পৌঁছে দেবো বাড়ি।
আকাশ এলো হাতের মুঠোয়
বুকের মাঝে ধুকপুকানি,
স্বপ্ন আমি দেখছি নাকি
জেগে আছি কি জানি।
মনে আছে সেদিন তুমি
ট্যাক্সি করে পৌছে দিলে,
আমার হাতে হাতটি রেখে
তোমার করে নিলে।
শুরু হলো তোমার আমার
মন দেয়া নেয়া,
সিটি সেন্টারে ঘোরাঘুরি
ভিক্টোরিয়ায় ফুচকা খাওয়া।
নৌকা চোড়ে মাঝ গঙ্গায়
অবশ বিবশ সন্ধ্যা,
মনের মাঝে ফুটেছিল
রাতের রজনীগন্ধ্যা।
আজকে তোমার কত স্মৃতি
ভীর করে এই মনে,
স্বপ্ন ছিল দুটি মনের
ভালোবাসা নির্জনে।.......