Tanvir
Favoured Frenzy
ভালোবাসার মানুষ পেলাম না খুঁজে,
কপাল কি আমার পোড়া থেকে যাবে রে...
মনে দুঃখ জমে রাত যায় নির্জনে,
স্বপ্নগুলো ভাঙে একাকী জাগরণে।
ভালোবাসা মোর কপালে নেই,
পাওয়ার সাধনাও হলো যে মিছে,
তুমি এলে না, মনের বাতি জ্বলে না,
মনের ভেতর শুধু দুঃখ আছে।
"ভালোবাসা যদি থাকতো আমার,
চোখে চোখ রেখে হাসতে পারতাম,
এই কপাল পোড়া, আমি সইতে পারি না,
তোমায় ঘিরে স্বপ্ন আঁকতে পারি না।
কেন এ মনেতে বিষাদ আসে,
বিধাতা কি আমায় শুধু কান্না দিলো হাসির মাঝে,
প্রেমের গান গাইতে গিয়ে থামি,
স্বপ্নগুলো ভাঙে যেন নিজেই পথে নিজেই হারি।
এভাবে মন পুড়বে আর কতকাল?
কোথায় পাবো শান্তি, কোথায় তার ঠিকানা?
ভালোবাসার মানুষ পেলাম না খুঁজে,
কপাল কি আমার পোড়া থেকে যাবে চিরকাল!
কপাল কি আমার পোড়া থেকে যাবে রে...
মনে দুঃখ জমে রাত যায় নির্জনে,
স্বপ্নগুলো ভাঙে একাকী জাগরণে।
ভালোবাসা মোর কপালে নেই,
পাওয়ার সাধনাও হলো যে মিছে,
তুমি এলে না, মনের বাতি জ্বলে না,
মনের ভেতর শুধু দুঃখ আছে।
"ভালোবাসা যদি থাকতো আমার,
চোখে চোখ রেখে হাসতে পারতাম,
এই কপাল পোড়া, আমি সইতে পারি না,
তোমায় ঘিরে স্বপ্ন আঁকতে পারি না।
কেন এ মনেতে বিষাদ আসে,
বিধাতা কি আমায় শুধু কান্না দিলো হাসির মাঝে,
প্রেমের গান গাইতে গিয়ে থামি,
স্বপ্নগুলো ভাঙে যেন নিজেই পথে নিজেই হারি।
এভাবে মন পুড়বে আর কতকাল?
কোথায় পাবো শান্তি, কোথায় তার ঠিকানা?
ভালোবাসার মানুষ পেলাম না খুঁজে,
কপাল কি আমার পোড়া থেকে যাবে চিরকাল!