Bose Arun
Favoured Frenzy
যদি তোমার মনের গহন
কোণে একটু থাকতে পারি,
অনেক দিনের স্বপ্ন আমার
ভালোবাসার বাড়ি।
যদি তোমার চোখের কাজল
হয়ে একটু থাকতে দাও,
দেবো আমার মনের আকাশ
যদি তুমি চাও।
যদি তোমার ঠোঁটের মিষ্টি হাসি
আমার মনে বাজায় বাশি,
দেবো তোমায় এক সমুদ্র ভালোবাসা
আর পূর্ণিমার জোছনারাশি।
যদি তোমার ভালোবাসা,
জাগায় অনেক স্মৃতি অনেক আশা,
দেবো তোমায় তারায় ভরা রাতের ছোঁয়া
আর মিষ্টি প্রেমের নিরব ভাষা।
তুমি আমায় বাসবে ভালো
বসে আছি সেই আশায়,
তোমায় নিয়ে বকের পাখায়
হারিয়ে যাবো দূর নীলিমায়।........
কোণে একটু থাকতে পারি,
অনেক দিনের স্বপ্ন আমার
ভালোবাসার বাড়ি।
যদি তোমার চোখের কাজল
হয়ে একটু থাকতে দাও,
দেবো আমার মনের আকাশ
যদি তুমি চাও।
যদি তোমার ঠোঁটের মিষ্টি হাসি
আমার মনে বাজায় বাশি,
দেবো তোমায় এক সমুদ্র ভালোবাসা
আর পূর্ণিমার জোছনারাশি।
যদি তোমার ভালোবাসা,
জাগায় অনেক স্মৃতি অনেক আশা,
দেবো তোমায় তারায় ভরা রাতের ছোঁয়া
আর মিষ্টি প্রেমের নিরব ভাষা।
তুমি আমায় বাসবে ভালো
বসে আছি সেই আশায়,
তোমায় নিয়ে বকের পাখায়
হারিয়ে যাবো দূর নীলিমায়।........